Oppo Find X6: 120X ক্যামেরা জুম, স্নাপড্রাগন 8 জেন ১ চিপসেট! দুর্দান্ত এই ফোন কবে লঞ্চ হবে?

Oppo Find X6: 120X Camera Zoom, Snapdragon 8 Gen 1 Chipset! When will this great phone be launched?

Oppo Find X6 and X6Pro: ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপো (oppo) Find X6 সিরিজের দুটি স্মার্ট ফোন এই বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ করতে চলেছে ভারতে। নতুন দুটি স্মার্ট ফোন হল Oppo Find X6 এবং Find X6 Pro।

ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের ফ্লাগশিপ লেভেলের দুটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই বছরের মাঝামাঝি সময় লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে এই স্মার্টফোন দুটি। লঞ্চের আগে এই স্মার্টফোনের বিভিন্ন তথ্য চীনের CMIIT সার্টিফিকেশনের ডেটাবেস থেকে প্রকাশ পেয়েছে। ডেটাবেস অনুযায়ী অপো ফাইন্ড এক্সসিক্স এবং ফাইন্ড এক্সসিক্স প্রো একটি ফ্লাগশিপ লেভেলের দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে। চলুন এই স্মার্টফোন দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।।

OPPO Find X6 সিরিজটি ফেব্রুয়ারি মাসে স্পেনের বার্সেলনায় একটি ইভেন্টে প্রকাশ পাবে। স্মার্টফোন দুটি সম্পর্কে অতিরিক্ত কোন স্পেসিফিকেশন বা ফিচারের তথ্য সামনে না আসলেও কিছু কিছু তথ্য সামনে এসেছে যেখানে বলা হয়েছে 1.5K রেজুলেশনের ৬.৭ ইঞ্চি ওলের ডিসপ্লে থাকবে এই স্মার্টফোনটিতে। এছাড়াও থাকছে প্রসেসার হিসেবে কোয়ালকম স্নাপড্রাগণ 8 GEN প্লাস 1 চিপসেট।

আরো পড়ুন -OnePlus 11 5G: ৭ই ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ OnePlus 11 5G

ওপোর স্মার্টফোন দুটিতে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের এর। প্রাইমারি ক্যামেরায় থাকছে 120X পর্যন্ত জুম। এছাড়াও থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সনি আইএমএক্স ৭০৯ সেন্সর সহ, এছাড়াও স্মার্টফোন দুটি হবে ANDROID 13 ColorOS অপারেটিং সিস্টেম সাপোর্ট। পাওয়ার ব্যাকাপ এর জন্য Find X6 pro স্মার্টফোনটিতে থাকছে ৫০০০mAh ব্যাটারি এ ছাড়া থাকবে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট, অন্যদিকে find X6 এ থাকছে ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০mAh ব্যাটারি।

Previous articleDucati Superbikes: ৯টি নতুন সুপার বাইক ভারতে লঞ্চ করছে Ducati
Next articleবিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত লস ইলন মাস্কের, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply