ভারতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই প্রথম কোন ক্রিকেটার হিসেবে প্যাট কামিন্স আর্থিক অনুদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল খেলার সময় ভারতের অক্সিজেন কেনার জন্য 50 হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। টুইটারের মাধ্যমে তিনি বলেন যে ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি এই অর্থ দেবেন।
কিন্তু দু-দিন পূর্বে তিনি আবারো একটি টুইট করেন এবং যেখানে তিনি বলেন Pm care fund-এ তিনি এই অর্থ দেবেন না। সেই অর্থ তিনি অস্ট্রেলিয়ার UNICEF সংগঠন কে দেবেন বলে জানিয়েছেন। UNICEF হল একটি সংগঠন যারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে মিলিত ভাবে ভারতে ক্রমাগত বৃদ্ধি পাওয়া করোনাভাইরাস এর জন্য ব্যবহৃত অক্সিজেন ও অন্যান্য মেডিকেল সামগ্রী সরবরাহ করছে ভারতে। সেই কারণে প্যাট কামিন্স নিজের দেশের সংস্থাকে টাকাটি দিতে চেয়েছে।
Terrific work @CricketAus
— Pat Cummins (@patcummins30) May 3, 2021
FYI I ended up allocating my donation to UNICEF Australia’s India COVID-19 Crisis Appeal.
If you’re able to, please join many others in supporting this here https://t.co/SUvGjlGRm8 https://t.co/1c0NE9PFdO
Twitter source- @patcummins30
আরো পড়ুন- হাসপাতালে ভর্তি কে এল রাহুল। কারণ জানাল পাঞ্জাব কিংস
প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ভারতকে তাদের সাধ্যমতো সবরকম সাহায্য করবে বলে জানিয়েছিল এবং তারা বর্তমানে ভারতে বিভিন্ন প্রকার মেডিকেল সামগ্রী দিয়ে সাহায্য করছে।
KKR ও SRH দুই দলের কিছু খেলোয়াড়দের মধ্যে করোনা সংক্রমণ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এবারের আইপিএল 2021 স্থগিত করে দেওয়া হয়েছে।
[…] […]