প্রথমবার প্রকাশ পেল বিরাট-অনুষ্কার মেয়ের ছবি ও নাম

প্রকাশ পেল বিরাট-অনুষ্কার মেয়ের ছবি ও নাম

সম্প্রতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যাসন্তান হয়েছে। কিন্তু জন্মের পর তাদের মেয়ের ছবি ও তার নাম কেউই প্রকাশ করেনি। কন্যা সন্তান জন্মের ২১ দিন পর ফেব্রুয়ারির ১ তারিখে অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি শেয়ার করে যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কোলে তাদের ছোট্ট কন্যা সন্তান।

বিরাট-অনুষ্কার মেয়ের ছবি ও নাম

নিচে অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশিত পোস্টটি দেওয়া হলো:

Instagram source @AnushkaSharma1588 (Anushka Sharma)

তারা তাদের মেয়ের নাম রেখেছে “ভামিকা”। নামটা দেখে বুঝতেই পারছেন বিরাট এবং অনুষ্কার নামের মিলনেই এই ভামিকা নামটির উৎপত্তি। বিরাট কোহলির নাম দিয়ে শুরু হয়েছে এবং অনুষ্কা শর্মার নাম দিয়ে শেষ হয়েছে।

আরো পড়ুন- ৮৭ বছরে প্রথমবার এই সিদ্ধান্ত নিল বিসিসিআই

ইনস্টাগ্রামে পোস্টটি প্রকাশিত হবার পরই বলিউড ও ক্রিকেট মহল থেকে শুভেচ্ছার বন্যা বয়ে এসেছে।

হার্দিক পান্ডিয়া কমেন্ট বক্সে হার্ট ইমোজি দিয়েছেন।

কাজল আগারওয়াল লিখেছেন “Lots of love to little vabika”

রাকুল প্রীত সিং কমেন্টে ৩টি হার্ট ইমজি দিয়েছেন।

এছাড়া বিরাট কোহলি নিজে কমেন্ট করেছেন যে “my whole world in one frame”

Previous articleঅস্ট্রেলিয়া সফর থেকে ফিরে ন্যাড়া হলেন ভারতীয় দলের এই বোলার
Next article২০২১ এ কবে এবং কোথায় হতে চলেছে আইপিএল
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply