টি-নটরাজন খবর, ভারতের ক্রিকেটের খবর
অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেই ন্যাড়া হলেন ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ফাস্ট বোলার টি-নটরাজন। সিরিজ শুরু হবার পূর্বে ক্রিকেট প্রেমীরা বা তিনি নিজেও হয়তো ভাবতে পারেন নি এরকম ভাবে তার অস্ট্রেলিয়া সফর শেষ হবে।
২৯ বছর বয়সী তামিলনাড়ুর এই বোলার ভারতে ফিরে এসে তামিলনাড়ুর একটি মন্দিরে গিয়ে সম্পূর্ণ ন্যাড়া হন এবং সেই ছবি তিনি তার টুইটার একাউন্টের মাধ্যমে শেয়ার করে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘feeling blessed’, এভাবেই তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Feeling blessed 🙏🏾 pic.twitter.com/1zKKDS8RZb
— Natarajan (@Natarajan_91) January 31, 2021
twitter source @Natarajan_91
আরো পড়ুন- বিসিসিআই সঙ্গে চুক্তি সমাপ্ত করতে চাইছে ভিভো
টি-নটরাজন খবর, ভারতের ক্রিকেটের খবর
নটরাজন ভারতের প্রথম খেলোয়াড় যিনি ভারতের ক্রিকেটের ৩ ফরম্যাটে একই সিরিজে অভিষেক হন। আইপিএল ২০২০তে সাফল্যের সুবাদে প্রথমে তাকে সুযোগ দেওয়া হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। সিরিজের নাম ঘোষণার পর আইপিএলে কলকাতার হয়ে খেলা বরুণ চক্রবর্তী ফিট না থাকার কারণে তিনি সুযোগ পান। টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার পর ওয়ানডে সিরিজে নবদ্বীপ সাইনির ঠোট লাগায় সেই স্থানে তিনি জায়গা পান এবং প্রথম ম্যাচে ২ উইকেটে সংগ্রহ করেন তিনি। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরু হবার পূর্বে নটরাজনকে নেট বোলার হিসেবে দলে রাখা হয়। কিন্তু টেস্ট সিরিজে ভারতের প্রথম সারির বোলার বুমরা, শামী, উমেশ যাদব, অশ্বিন, জাদেজা একের পর এক চোট পাওয়ায় তার জন্য দরজা খুলে যায় এবং তিনি নজরকাড়া পারফরম্যান্স করেন ৩ উইকেট সংগ্রহ করে।
[…] […]