বিসিসিআই সঙ্গে চুক্তি সমাপ্ত করতে চাইছে ভিভো। টাইটেল স্পন্সরের জন্য নিলাম ডাকা হবে খুব শীঘ্রই

আবারো সমস্যায় পড়তে চলেছে বিসিসিআই, আগের বছরের মতো আইপিএলে টাইটেল স্পন্সর এর জন্য আবারো টেন্ডার ডাকতে পারে বিসিসিআই।

২০২০ সাল থেকে শুরু হওয়া ভারত-চীন সীমান্তে উত্তেজনার কারণে ২০২০ আইপিএলে টাইটেল স্পন্সর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল ভিভো। এর জন্য যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয় বিসিসিআইকে। ২০২০ সালের আইপিএলের টাইটেল স্পন্সর ছিল ‘ড্রিম 11’। বলতে গেলে প্রায় অর্ধেক মূল্যে বিসিসিআই ড্রিম 11 কে টেন্ডার দিয়েছিল। ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের মোট ৫ বছরের চুক্তি ছিল, ২১৯৯ কোটি টাকার। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ বছরের চুক্তি ছিল। ২০১৮ ও ২০১৯ আইপিএলে ভিভো যথাক্রমে ৩৬০ ও ৪০০ কোটি টাকা দিয়েছে বিসিসিআইকে। কিন্তু ২০২০ আইপিএলে ড্রিম 11 মাত্র ২২০ কোটি টাকায় স্পনসর্শিপ নিয়েছে।

আরো পড়ুন- ভারতীয় দল এ বছরই যাবে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে। ঘোষণা হল সময়সূচী

২০২১ সালের আইপিএলে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভিভো টাইটেল স্পন্সরও চুক্তি আর অগ্রসর করতে চাইছে না। সুতরাং পুনরায় স্পন্সর এর জন্য টেন্ডার দেখা হবে, এই নিলামে বিসিসিআই চাইছে যাতে ভিভো যে চুক্তি করেছিল তার কাছাকাছি অর্থ যাতে জোগাড় করা যায়। এ বছর বিসিসিআই আগের বছরের মতো অর্ধেক দামে টেন্ডার বিক্রি করবে না। নিয়ম অনুসারে পর্যাপ্ত অর্থের বিনিময়ে আইপিএল ২০২১ এর টাইটেল স্পন্সর নিলাম করবে।

Previous article৮৭ বছরে প্রথমবার এই সিদ্ধান্ত নিল বিসিসিআই
Next articleঅস্ট্রেলিয়া সফর থেকে ফিরে ন্যাড়া হলেন ভারতীয় দলের এই বোলার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply