৮৭ বছরে প্রথমবার এই সিদ্ধান্ত নিল বিসিসিআই

রঞ্জিট্রফি বাতিল করার সিদ্ধান্ত নিলো বিসিসিআই

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিসিসিআই, বিশ্বব্যাপী করোনা অতিমারীর কারণে এবছর রঞ্জি ট্রফি টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বর্তমানে সমস্ত দেশের যে সমস্ত ক্রিকেট টুর্নামেন্ট চলছে সেগুলি সম্পূর্ণ ‘বায়ো বাবল’ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে, ফাঁকা স্টেডিয়ামে। সেই কারণে রঞ্জি ট্রফি যেহেতু একটি দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা, তাই এই দীর্ঘ সময় ধরে ‘বায়ো বাবল’ করা সম্ভব নয়। যদিও এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ভারতের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লেখে বিসিসিআই, যেখানে তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল।

আরো পড়ুন- আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে রাঙ্কিং তালিকা ২০২১

সেখানে বেশিরভাগ রাজ্য ক্রিকেট সংস্থা গুলি রঞ্জি ট্রফির পরিবর্তে ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে গুলিকে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সৈয়দ মোস্তাক আলী টুর্নামেন্ট এখনো পর্যন্ত সফল হয়েছে, ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হবে এই প্রতিযোগিতা। এরপর ১ মাসের মধ্যেই বিজয় হাজারে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। ছেলেদের সাথে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টও আয়োজিত হবে। বিসিসিআই সচিব চিঠি দিয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে।

রঞ্জিট্রফি বাতিল করার সিদ্ধান্ত নিলো বিসিসিআই

রঞ্জি ট্রফি বাতিল হওয়ায় বিসিসিআই ভারতের ঘরোয়া খেলোয়াড়দের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বলে জানিয়েছে। রঞ্জি ট্রফিতে প্রতিটি ম্যাচের জন্য একজন খেলোয়ার ৪৫ হাজার টাকা করে পেত।

“৮৭ বছরে প্রথমবার এই সিদ্ধান্ত নিল বিসিসিআই”-এ 1-টি মন্তব্য

Leave a Reply