ভারতীয় দল এ বছরই যাবে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে। ঘোষণা হল সময়সূচী

এ বছরই আগস্ট মাসে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। বর্তমানে 4টি টেস্ট, 3টি ওয়ানডে ও 5টি-টোয়েন্টি ম্যাচে খেলতে ভারতে এসেছে ইংল্যান্ড যা 5ই ফেব্রুয়ারি থেকে চেন্নাই থেকে শুরু হবে।

2021 সালেই ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড সিরিজ হবার কথা থাকলেও তার সময়সূচি ঘোষণা করা হয়েছিল না। সেই সফরের সময়সূচি ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগস্ট মাস থেকেই শুরু হবে 5টি টেস্ট ম্যাচের সিরিজ। টেন্ট ব্রিজে প্রথম টেস্ট শুরু হবার পর লর্ডস, হেডিংলে, ওভাল, ওল্ড ট্রাফোর্ড হলে সম্পন্ন হবে 5টি টেস্ট ম্যাচের সিরিজ।

ইংল্যান্ডে হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের সময় সুচি:-
eng vs ind

আরো পড়ুন- প্রথম দিনেই রেকর্ড ভাঙলো FAUG, অ্যাকশন গেমের তালিকায় #1

প্রথম টেস্ট :    4-8ই আগস্ট      (ট্রেন্ট ব্রিজ)

দ্বিতীয় টেস্ট : 12-16ই আগস্ট   (লর্ডস)

তৃতীয় টেস্ট :  25-29ই আগস্ট   (হেডিংলে)

চতুর্থ টেস্ট :    2-6ই সেপ্টেম্বর    (ওভাল)

পঞ্চম টেস্ট :  10-14ই সেপ্টেম্বর (ওল্ড ট্রাফোর্ড)

Previous article৬ ঘন্টা ৫৬ মিনিট মহাশূন্যে হেঁটে বেড়ালেন নাসার দুইজন মহাকাশচারী
Next article৮৭ বছরে প্রথমবার এই সিদ্ধান্ত নিল বিসিসিআই
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply