২০২১ এ কবে এবং কোথায় হতে চলেছে আইপিএল

এ বছর অর্থাৎ ২০২১ সালে ভারতে কবে আইপিএল শুরু হতে চলেছে তা নিয়ে রয়েছে অনেকের প্রশ্ন। সম্প্রতি ভারতীয় বিসিসিআইয়ের একজন কর্তা সংবাদ মাধ্যমে জানান আইপিএল গভর্নিং কমিটির বৈঠকের পর ঘোষণা করা হবে এ বছর কবে আইপিএল শুরু হবে। বিসিসিআইয়ের ওই কর্তা আরো জানান যে সম্ভবত আইপিএল এবছর এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যেই হবে। কারণ মার্চ মাসেই ভারত এবং ইংল্যান্ডের সিরিজ শেষ হবে।

আইপিএল ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ধনী অথবা ব্যয়বহুল লিগ। আইপিএল বিশ্বে দেখা হয় এমন সকল লীগের শীর্ষ তালিকায় রয়েছে। গত বছর করোনা অতিমাড়ি আবহের মধ্যেও আয়োজিত হয়েছিল আইপিএল। ভারতীয়দের বিপুল চাহিদার কারণে গতবছর আয়োজিত হয়েছিল আইপিএল ১৩। তবে গত বছর আইপিএল ভারতে করা সম্ভব হয়নি ভারতের পরিবর্তে করতে হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।

আরও পড়ুন – অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে ন্যাড়া হলেন ভারতীয় দলের এই বোলার

এবছর কোথায় হতে চলেছে আইপিএল

গতবছর করোনা অতিমাড়িতে ভারতে পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে আইপিএল আয়োজিত হয়েছিল আরবে। অনেকেই মনে করেছিল আগামী বছর অর্থাৎ ২০২১ এ পরিস্থিতি ঠিক না হলে আবার আইপিএল আরব দেশেই করতে হবে। এটা নিয়েই চলেছে অনেক প্রশ্ন। কিছুদিন আগেই অরুণ ধুমল জানিয়েছেন এবছর ভারতেই আয়োজিত হবে আইপিএল।

এই খবরে আশ্বস্ত হয়েছেন অনেকেই। তিনি আরও জানিয়েছেন যে এবছর ক্রিকেট প্রেমীরা গ্যালারিতে বসেই আইপিএল উপভোগ করতে পারবে। ভারতীয় ক্রিকেট বোর্ড সম্পূর্ন চেষ্টা করছে এবার আইপিএল দেশের মাটিতে করতে।

তবে মনে করা হচ্ছে শুধু মাত্র একটা রাজ্যের মধ্যেই করা হবে পুরো আইপিএল। সেই দিক দিয়ে বেছে নেওয়া হয়েছে মহারাষ্ট্রকে। আইপিএল এর ম্যাচ গুলি হতে পারে মহারাষ্ট্রের কয়েকটি স্টেডিয়ামে।

“২০২১ এ কবে এবং কোথায় হতে চলেছে আইপিএল”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন