BIG NEWS: পাবজি মোবাইল লাইট বন্ধ হয়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। জেনে নিন বিশদে

আরো একবার ভারতের পাবজি প্রেমীদের জন্য খারাপ খবর নিয়ে এলো ক্রফটন গেমিং কোম্পানি। পাবজি মোবাইল লাইট সমগ্র পৃথিবী জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে। গত ২ দিন পূর্বে ক্রফটন গেমিং এর পক্ষ থেকে জানানো হয় যে পাবজি করিয়ান ভার্শন টি এখন থেকে শুধুমাত্র কোরিয়া এবং জাপানে খেলা যাবে। এই দুই দেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে গেমটি খেলা সম্ভব হবে না ৩০/০৬/২০২১ এই তারিখের পর থেকে। এবার পাবজি লাইট নিয়ে বড় সিদ্ধান্ত নিলো ক্রফটন।

২০২০ সালে ভারতে পাবজি মোবাইল ও পাবজি মোবাইল লাইট নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু তবুও বিভিন্ন পন্থা ব্যবহার করে ভারতের পাবজি প্রেমীরা দুটি গেমই খেলতে থাকে। কিন্তু পাবজি লাইট সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত খুবই দুঃখের খবর গেমারদের জন্য বিশেষ করে যাদের মোবাইলের ram/rom কম আছে। পাবজি লাইট এর বিশেষত কম ram/rom বিশিষ্ট ফোনের জন্যই তৈরি করা হয়।

Pubg mobile lite shutting down
কবে বন্ধ হচ্ছে পাবজি লাইট?

পাবজি লাইট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে ২৯ এপ্রিল, ২০২১।

ক্রাফটন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে যে, “আমাদের সঙ্গে থাকা বিশাল সংখ্যক পাবজি লাইট ফ্যানেদের আবেগ ও সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। কোরোনা অতিমারির প্রথম সময়ে আমরা আশা করি যে পাবজি লাইট আমাদের ভক্তদের জন্য সুরক্ষিত থাকার একটি মজাদার উপায়ে সরবরাহ করতে সক্ষম হয়েছিল”।

তারা আরো বলেন যে, “দুর্ভাগ্যক্রমে আমরা অনেক বিবেচনা করে এই পরিষেবাটি বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের যাত্রা শেষ হওয়ার সময় এসেছে। আমরা আপনাদের জানাচ্ছি যে পাবজি লাইট পরিষেবাটি এপ্রিল ৩০, ২০২১ বন্ধ করার পরিকল্পনা হয়েছে”।

শেষে তারা আরো বলেন, “আমরা আন্তরিক ক্ষমার পাশাপাশি সবার কাছে আমাদের গভীর প্রশংসাও জানতে চাই। আমরা সত্যি আশা করি আমাদের সাথে আপনার সময় আপনি উপভোগ করেছেন এবং আমাদের ভবিষ্যতের প্রচেষ্টার সঙ্গেও রয়েছেন”।

আরো পড়ুন- এবার পাবজি কোরিয়ান ভার্সন বন্ধ হয়ে যাবে ভারতে। খারাপ খবর পাবজি খেলোয়ার দের জন্য

করুণা অতিমারির কঠিন সময়ে ভারতে পাবজি লাইট যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। পাবজি মোবাইলের সাইজে অনেক বড় হওয়ায়, কম ram/rom বিশিষ্ট মোবাইল ব্যবহারকারীরা গেমটিকে লুফে নেয়। যাইহোক পাবজি কোরিয়ান ও পাবজি মোবাইল লাইট ভারত থেকে আর কিছুদিন পর আর কোনো ভাবেই খেলা সম্ভবপর হবে না।

“BIG NEWS: পাবজি মোবাইল লাইট বন্ধ হয়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। জেনে নিন বিশদে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন