রানী মুখার্জি অভিনীত ‘Mrs.chatterjee vs norway’ সত্য ঘটনা অবলম্বনে, অসাধারণ গল্প

সম্প্রতি রানী মুখার্জি অভিনীত Mrs.chatterjee vs norway সিনেমাটির টেলার মুক্তি পেয়েছে। 23 ফেব্রুয়ারি টেইলারটি মুক্তি পাওয়ার পরই দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনার তৈরি হয়েছে। প্রসঙ্গত এই সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। সিনেমার গল্প অনুসারে এটি একটি মায়ের সংঘর্ষের কথা বলা হয়েছে যেখানে একজন মা, নরওয়ে সরকারের সঙ্গে সংঘর্ষ করেছে তাদের সন্তান দের ফিরে পাওয়ার জন্য।

সাগরিকা চ্যাটার্জি নামক এক মহিলা নড়েতে থাকতেন তার স্বামীর সঙ্গে। ভারতের বিবাহ করার পর তারা কর্মসূত্রে নরওয়েতে গিয়ে থাকতে শুরু করে। সেখানে তাদের দুটো বাচ্চা জন্মগ্রহণ করে। কিন্তু নরওয়ে সরকার তাদের দুটি বাচ্চাকে সরকারি হোস্টেলে নিয়ে যায় এবং বলা হয় 18 বছর না হওয়া পর্যন্ত তারা তাদের বাচ্চাকে পাবেনা। কিন্তু কি কারনে নরওয়ে সরকার এরকম কাজ করল, সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী নরওয়ে সরকারের নিয়ম বাচ্চাদের নিয়ে অত্যন্ত কঠোর। সাগরিকা চ্যাটার্জি যখন নড়য়ে সরকারের কাছে কারণ জানতে চাইলো তখন সরকার বলে যে, সাগরিকা তার বাচ্চাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। বাচ্চাদের মেরেছেন, হাতে করে জোর করে খাইয়ে দিয়েছেন ও দুটি বাচ্চাকে একই সাথে একই বিছানায় রেখেছেন।

আরো পড়ুন- Komola song lyrics in bengali – Ankita Bhattacharya

আরো পড়ুন- Oporadhi bangla song lyrics – Arman Alif

এই সমস্ত কারণের জন্য নরওয়ে সরকার বাচ্চাদের হোস্টেলে নিয়ে গেছে। আপনাদের সবার জন্য বলে রাখি বাচ্চাদের নিয়ে এই ধরনের কাজকর্ম ভারতে অত্যন্ত সাধারণ একটি বিষয়। কিন্তু নরওয়ে সরকারের নিয়ম অনুযায়ী এই সমস্ত আচার-আচরণ মা-বাবা বাচ্চাদের সাথে করতে পারবে না। নরওয়ে সরকারের বাচ্চাদের বিভাগ সাগরিকা ও তার পরিবারের উপর নজর রেখেছিল এবং এই ধরনের কাজকর্ম থেকে তারা বাচ্চাকে সরকারি হোস্টেলে নিয়ে যায়।

কিন্তু পরবর্তীকালে বাচ্চাদের মা সাগরিকা চ্যাটার্জী নরওয়ে সরকারের সঙ্গে কোর্টে লড়ে জয়লাভ করে বাচ্চাদের ভারতে নিয়ে আসে। এছাড়া সিনেমার স্টোরি অনুযায়ী পরবর্তীকালে সাগরিকা চ্যাটার্জী ও তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং ডিভোর্স হয়ে যায়। এরপর বাচ্চাদের অধিকার নিয়ে সাগরিকা চ্যাটার্জি কোর্টে আবেদন করে সেখানে ও তাকে অত্যন্ত সংঘর্ষ করতে হয় বাচ্চাদের অধিকার পাওয়ার জন্য। শেষ পর্যন্ত 2013 সালে সাগরিকা চ্যাটার্জী কোটে জয়ী হয়ে বাচ্চাদের অধিকার লাভ করে।

Leave a Reply