হকি বিশ্বকাপের শুভ উদ্বোধনে রণবীর সিং, জার্সি উপহার দিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী

হকি বিশ্বকাপের শুভ উদ্বোধনে রণবীর সিং, জার্সি উপহার দিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী

সামনেই হকি বিশ্বকাপ ২০২৩ যা আয়োজিত হতে চলেছে ভারতের উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা এই নিয়ে পরপর দুবার হকি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। ২০১৮ সালের হকি বিশ্বকাপ আয়োজন হয়েছিল উড়িষ্যাতে এবং এবার ২০২৩ সালে আবারো বিশ্বকাপ আয়োজন করছে উড়িষ্যা। হকি বিশ্বকাপের উদ্বোধনী দিনে পারফরম্যান্স করতে চলেছে রণবীর সিং। যে কারণে তিনি বর্তমানে ভবিষ্যতে রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রি ইভেন্টে উড়িষ্যার মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়কের সঙ্গে রণবীর সিং এর দেখা হয় এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী তাকে একটি জার্সি উপহার দেন রণবীর সিং লেখা। যার ছবি শ্রী নবীন পট্টনায়ক তার টুইটার এর মাধ্যমে প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন,
“বারাবাতি স্টেডিয়ামে হকি বিশ্বকাপ ২০২৩ উদযাপনের আগে জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এর সাথে দেখা করাটা আনন্দের।”
“আমি নিশ্চিত তার উপস্থিতি উদযাপনে অনেক আকর্ষণ যোগ করবে। আসুন আমরা সবাই হকির চেতনা উদযাপন করতে যোগদান করি।”

আরো পড়ুন- আরশদীপ সিং টি-টোয়েন্টির সবচেয়ে খারাপ বোলার এর তকমা পেল

প্রসঙ্গত ১৩ জানুয়ারি ২০২৩ থেকে হকি বিশ্বকাপ শুরু হতে চলেছে। যেদিন প্রথম ম্যাচ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার মধ্যে কলিঙ্গ স্টেডিয়ামে। ঐদিনই ভারতের ম্যাচ রয়েছে স্পেনের বিরুদ্ধে যা আয়োজন করা হবে বিরসা মুন্ডা স্টেডিয়াম রাউলকেল্লাতে। ফাইনালসহ মোট ৪৪ টি ম্যাচ আয়োজন হবে হকি বিশ্বকাপে, ১৩ জানুয়ারি থেকে ২৯ শে জানুয়ারি পর্যন্ত চলবে হকি বিশ্বকাপ। হকি বিশ্বকাপের ফাইনাল আয়োজন হবে ভুবনেশ্বরে।

Twitter credit- Naveen Patnaik honorable CM of Odisha

Previous articleTVS Metro Plus 110: বাংলাদেশের লঞ্চ হল TVS এর নতুন ১১০ সিসি বাইক
Next articleমোবাইল ফোনের ক্যামেরা সব সময় বাঁদিকে থাকে কেন?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply