২৩ জুলাই ভারতে লঞ্চ হবে রিয়েলমির নতুন ইয়ারবাডস, দাম ও অন্যান্য

বর্তমানে ভারতে স্মার্টফোন হোক বা ইয়ারফোন, রিয়েলমির নাম সর্বত্র। আর এই সংস্থা ভারতের বাজারে পুনরায় আনতে চলেছে নতুন একটি ইয়ারবাডস। আগামী ২৩ জুলাই ভারতের বাজারে লঞ্চ করা হবে রিয়েলমি বাডস কিউ ২ নিও, যেটি হতে চলেছে সম্পূর্ণ ওয়ারলেস। অনেকেই অনুমান করছেন রিয়েলমির পূর্বে লঞ্চ করা রিয়েলমি বার্ডস কিউ২-এর রিব্র্যান্ড হলো এই রিয়েলমি বার্ডস কিউ২ নিও। এর পূর্বে রিয়েলমি বার্ডস কিউ২ পাকিস্তানে লঞ্চ করা হয়েছিল রিয়েলমি বাডস এয়ার ২ নামে এবং সেটি আবার রিব্রান্ড করতে চলেছে রিয়েলমি । সংস্থার তরফ থেকে রিয়েলমি বার্ডস কিউ২ নিও সম্পর্কে অনেকগুলি তথ্য প্রকাশ করেছে যেগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হল।

রিমি সংস্থার তরফ থেকে জানানো হয় আগামী ২৩ জুলাই ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২:৩০ মিনিটে রিয়েলমি ইয়ারবাডস কিউ২ নিও লঞ্চ করা হবে, সাথেই থাকবে রিয়েলমি ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি বাডস ওয়ারলেস ২ নিও। ভারতের বাজারে মোট দুটি রঙে লঞ্চ করা হবে রিয়েলমি বার্ডস কিউ২ নিও, সাথেই থাকছে Kaleidoscopic ডিজাইনের এয়ারপিস। যদি আপনিও রিয়েলমির নতুন ইয়ারবাড কিনতে চান তবে আপনি সরাসরি চলে যেতে পারেন অ্যামাজনের অফিশিয়াল ওয়েবসাইটে। এখনো পর্যন্ত অ্যামাজনে উপলব্ধ রয়েছে নতুন এই ডিভাইসটি।

রিয়েলমি বাডস কিউ২ নিও এর ফিচার:
  • প্রথমত চলে আসা যাক এটির ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। সংস্থা থেকে দাবি করা হয়েছে মোট ২০ ঘন্টার প্লেব্যাক ফিচার থাকবে নতুন এই ইয়ারবাডসে। সাথেই থাকবে ব্যাটারি চার্জিং এর কেস।
  • ইয়ারবাডস এর ডিজাইন হবে ইন ইয়ার ডিজাইন। ১০ মিলিমিটার এর ডায়নামিক ড্রাইভার এর সাথে, যার মধ্যে রয়েছে বেস বুষ্ট+ ইনহান্সমেন্ট টেকনোলজি।
  • রিয়েলমি সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে প্রতি চার্জে ৫ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে নতুন এই ইয়ারবাডসে। আর ১২০ মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া যাবে মাত্র ১০ মিনিট চার্জ দিলেই।
  • রিয়েলমি বার্ডস কিউ২ নিও-এ রয়েছে অত্যাধুনিক ফিচার যার ফলে গান চালানোর সময় ফোন কল ধরা বা কাটা যাবে এবং গেম থেকে বেরোনোর জন্য টাচ কন্ট্রোল দেয়া রয়েছে নতুন।
  • এই ইয়ারবাডসটি সম্পূর্ণই ওয়ারলেস। এটিতে রয়েছে গেম খেলার জন্য seamless sync ফিচার।

আরো পড়ুন-ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M21 2021 Edition, জানুন বিস্তারিত

  • ব্লুু-টুথ ভি ৫ কানেক্টিভিটি, নয়েজ ক্যান্সলেশন ফিচার ও আরো বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে রিয়েলমির নতুন এই ডিভাইসে।

মন্তব্য করুন