ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র নিয়োগ ২০২২: Bhabha Atomic Research Centre নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিজ্ঞপ্তি নম্বর 01/2022(NRB)। যারা যারা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বড় সুযোগ। ট্রেনিং ক্যাটাগরি ১ এবং ২, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। ০১-০৪-২২ তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, আবেদনের শেষ তারিখ ৩০-০৪-২০২২।
ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের এই বিজ্ঞপ্তির বিশদ বিবরণ আপনারা এই পোস্টে বিস্তারিত পেয়ে যাবেন, শূন্যপদের বিবরণ, কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিচে বিশদে দেওয়া আছে। এছাড়াও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিশদ বিবরণ দেখতে পারেন। নিয়োগের পর সংশ্লিষ্ট প্রার্থীকে মুম্বাই, কালপাক্কাম, তারাপুর ইত্যাদি স্থানে নিযুক্ত করা হবে।
সংস্থার নাম | ভাবা পরমাণু কেন্দ্র |
চাকরির বিভাগ | ট্রেনিং, অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান |
বিজ্ঞপ্তি নম্বর | 01/2022(NRB) |
শূন্য পদ | ২৬৬ |
বেতন | বিজ্ঞপ্তি দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | ১০/১২/আইটিআই/ডিপ্লোমা/বিএসসি |
চাকরির স্থান | মহারাষ্ট্র |
প্রার্থী বাছাই | অনলাইন টেস্ট, স্কিল্ড টেস্ট |
আবেদন মূল্য | ১০০/১৫০ (কোন আবেদন মূল্য লাগবেনা- SC,ST,PWD,Women) |
বয়স | ১৮-৩০ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের তারিখ | ০১/০৪/২২ থেকে ৩০/০৪/২২ |
অফিশিয়াল ওয়েবসাইট | www.barc.gov.in |
BARC নিয়োগ ২০২২ চাকরির বিভাগ:
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১- কেমিক্যাল, কেমিস্ট্রি, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টাল এবং মেকানিক্যাল।
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২- মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মেকানিক, ফিটার, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, প্লান্ট অপারেশন।
সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট- সেফটি
টেকনিশিয়ান- লাইব্রেরী সাইন্স, রিজার।
BARC নিয়োগ ২০২২ শিক্ষাগত যোগ্যতা:
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১- এই বিভাগের সমস্ত পদের জন্য ডিপ্লোমা পাস করে থাকতে হবে।
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২- দশম শ্রেণী পাস/ উচ্চ মাধ্যমিক পাস/ উচ্চ মাধ্যমিক সাইন্স (পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত)/ আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট- ৫০% নম্বর সহ ডিপ্লোমা/ ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল সেফটি/ বিএসসি সম্পূর্ণ থাকতে হবে।
টেকনিশিয়ান- ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিকে সাইন্স থাকতে হবে/ আইটিআই পাস।
BARC নিয়োগ ২০২২ শূন্যপদের বিবরণ:
- স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১- ৭১
- স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২- ১৮৯
- সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট- ১
- টেকনিশিয়ান- ৫
BARC নিয়োগ ২০২২ বেতন:
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১- প্রথম বছর ১৬,০০০/ দ্বিতীয় বছর ১৮,০০০ (স্টাইপেন্ড)
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২- প্রথম বছর ১০,৫০০/ দ্বিতীয় বছর ১২,৫০০ (স্টাইপেন্ড)
সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট- ৪৪,৯০০
টেকনিশিয়ান- ২১,৭০০/ ২৫,৫০০
BARC নিয়োগ ২০২২ বয়স:
- স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১- ১৮ থেকে ২৪
- স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২- ১৮ থেকে ২২
- সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট- ১৮ থেকে ৩০
- টেকনিশিয়ান- ১৮ থেকে ২৫
BARC নিয়োগ ২০২২ নির্বাচন পদ্ধতি:
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১- প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২- এই বিভাগে তিনটি পর্যায়ে প্রার্থী যাচাই করা হবে,
- প্রাথমিক লিখিত পরীক্ষা
- অ্যাডভান্স লিখিত পরীক্ষা
- ট্রেড অনুযায়ী স্কিলড টেস্ট
সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট- same as স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১
টেকনিশিয়ান- same as স্টিপেনডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২
BARC নিয়োগ ২০২২ আবেদন মূল্য:
১০০ থেকে ১৫০ টাকা সাধারণদের জন্য।
SC, ST, PWD, Women কোন আবেদন মূল্য লাগবেনা।
কিভাবে আবেদন করবেন?
- অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে (https://nrbapply.formflix.com)।
- ০১/০৪/২০২২ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে।
- ৩০/০৪/২০২২ তারিখের পূর্বে অনলাইনে আবেদন করতে হবে।
- একটির বেশি পদে আবেদন করা যাবে। তবে আবেদন মূল্য সেক্ষেত্রে পৃথকভাবে দিতে হবে।
অফিশিয়াল নোটিফিকেশন/বিজ্ঞপ্তি- click here
আবেদন শুরু | 01/04/2022 |
আবেদন শেষ | 30/04/2022 |
[…] আরো পড়ুন- ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র … […]