Samsung galaxy M53 5G: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে Samsung galaxy M53 5G, জেনেনিন দাম ও স্পেসিফিকেশন

Samsung galaxy M53 5G: এই মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি নতুন স্মার্টফোন Samsung galaxy M53 5G।

ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি নতুন একটি স্মার্টফোন। স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঠিক করা হয়েছে আগামী ২২শে এপ্রিল। স্যামসং ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে আগামী ২২ তারিখ দুপুর বারোটা থেকেই অ্যামাজন এবং স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এই স্মার্টফোনটি কিনে নিতে পারবেন গ্রাহকরা। এই স্মার্টফোনে থাকছে বিভিন্ন আধুনিক ফিচারস, চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন গুলি।

Samsung galaxy M53 5G দাম:

Samsung galaxy M53 5G স্মার্টফোনটির দাম ভারতে কত হবে সে বিষয়ে সঠিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, স্যামসাংয়ের তরফ থেকেও এই স্মার্টফোনটির দাম সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করা হয়নি। যদিও এর পূর্বে লঞ্চ হওয়া Samsung galaxy M52 5G স্মার্টফোনটির দাম থেকে কিছুটা আন্দাজ করা যেতে পারে এই স্মার্টফোনের দাম কত হতে পারে সে বিষয়ে। Samsung galaxy M52 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল ২৯,৯৯৯ টাকায় অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোনের দাম এর থেকে কিছুটা বেশিই হবে।

আরো পড়ুন-OnePlus 10R: ভারতে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১০আর, মাত্র ১৭ মিনিটে ফুল চার্জ, আরো অনেক কিছু

Samsung galaxy M53 5G স্পেসিফিকেশন:

Samsung galaxy M53 5G স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড ১২ এর অপারেটিং সিস্টেম, এটি চলবে One UI 4.1 এর সাহায্যে।

স্মার্টফোনের ডিসপ্লে হতে চলেছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এবং রিফ্রেশ রেট থাকবে ১২০Hz।

এই স্মার্টফোনে ক্যামেরা ব্যবহার করা হবে চারটি যেখানে প্রধান বা প্রাইমারি ক্যামেরা থাকবে ১০৮ মেগাপিক্সেল-এর, এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। সেলফির জন্য এই স্মার্টফোনে দেওয়া হবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এছাড়াও মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

মন্তব্য করুন