JSW সঙ্গে চুক্তি ঋষভ পন্থের। টেস্ট সিরিজ জেতার পর সুখবর পন্থের জন্য

JSW সঙ্গে চুক্তি ঋষভ পন্থের

মঙ্গলবার ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ জেতার পর পন্থের জন্য সুখবর নিয়ে এলো JSW গ্রুপ। ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে JSW গ্রুপের সঙ্গে ঋষভের বাণিজ্যিক এবং বিপণনের আগ্রহ পরিচালনার দায়িত্ব এখন JSW sports এর হাতে। এই চুক্তি অনুসারে JSW sports ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের ছবি, বাণিজ্যিক ও বিপণনের অধিকার নিজেদের অধীনে রাখবে।

আইপিএলে ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামে যে ফ্র্যাঞ্চাইজির মালিক JSW গ্রুপ। 2021 এর আইপিএলে ঋষভ কে তাদের দলে রাখার পরিকল্পনা নিয়েছে দিল্লি ক্যাপিটাল। এছারা JSW steel এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো ঋষভ পন্থ ফলে কোম্পানির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত রয়েছে তিনি।

আরো পড়ুন- বন্ধ হয়ে যাচ্ছে Hike messaging app কিন্তু কেন?


2012 সাল থেকে JSW sports ভারতের খেলাধুলার জগতে কাজ করে আসছে। অলিম্পিক, ফুটবল, কাবাডি ইত্যাদি খেলাধুলায় কাজ করে আসছে JSW sports। এবার ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভা 23 বছর বয়সী ঋষভের সাথে তারা এই বাণিজ্যিক চুক্তি ঘোষণা করেছে।

বর্তমানে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে ঋষভ পন্থ এখন চতুর্থ টেস্টের হিরো। তৃতীয় টেস্টের শেষ দিনে 328 রানের লক্ষ্যমাত্রা পার করার ক্ষেত্রে পন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 89 রানে পন্থ অপরাজিত থেকে ভারতকে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জেতাতে সাহায্য করে।

Previous articleঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর কি বললেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার
Next articleইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি কে জানেন? মানসা মুসার ইতিহাস
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply