ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর কি বললেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার

টেস্ট সিরিজ জয়ের পর কি বললেন বিরাট কোহলি

33 বছর পর ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারাল কোন দল। ঐতিহাসিক জয় ভারতের, ব্রিসবেনে 3 উইকেটে জয় ভারতের। শেষ হলো ভারত অস্ট্রেলিয়া  সফর একদিনের সিরিজ জয় করে অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নেয় ভারত, এবার চার টেস্ট ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে জয় ছিনিয়ে নিয়ে এলো ভারত।

পঞ্চম দিনে ভারতের জয়ের লক্ষ্য ছিল 324 রান, ভারতের হাতে ছিল 10 উইকেট। শুরুতেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা-7 কিন্তু এরপরই শুরু হয় চতুর্থ টেস্ট ম্যাচ জেতার পার্টনারশিপ শুভমান গিল এবং চেতেশ্বর পূজারার মধ্যে 114 রানের। যেখানে গিল 91 রানের দুর্দান্ত ইনিংস খেলেন যার মধ্যে 8টি চার ও 2টি ছয় রয়েছে।

এরপর অজিঙ্কা রাহানে 24 রানে আউট হয় এবং ঋষভ পন্থ মাঠে নামে। পন্থ এবং পূজার মধ্যে 61 রানের পার্টনারশিপ গড়ে ওঠার পর পুজারা 56(211) রানে সাজঘরে ফিরে যায়। এরপর বলতে গেলে ঋষভ পন্থ ভারতকে একাহাতে জয়ের লক্ষে নিয়ে যায়। ঋষভ পন্থ 89(138) রানের ইনিংস খেলেন যেখানে 1টি ছয় ও 9টি চার রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স 4 উইকেট সংগ্রহ করে এবং তাকে ম্যান অব দ্যা সিরিজ ঘোষণা করা হয়। চতুর্থ টেস্ট ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয় ঋষভ পন্থ। 

আরো পড়ুন- Free fire গেমের নতুন pet বিস্টন। কেমন এর ক্ষমতা

অস্ট্রেলিয়াতে এই নিয়ে পরপর দু-বার টেস্ট সিরিজ জিতল ভারত, এরপরই ক্রিকেট মহল থেকে শুভেচ্ছার বন্যা বয়ে আসে চারদিক থেকে। ভারত অধিনায়ক বিরাট কোহলির টুইট নিচে দেওয়া হল।

twitter source @imVkohli (Virat Kohli)

শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন

twitter source @sachin_rt (Sachin Tendulkar)

Previous articleFree fire গেমের নতুন pet বিস্টন। কেমন এর ক্ষমতা
Next articleJSW সঙ্গে চুক্তি ঋষভ পন্থের। টেস্ট সিরিজ জেতার পর সুখবর পন্থের জন্য
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply