জসপ্রীত বুমরার ছয়- মুগ্ধ করেছে শচীন টেন্ডুলকারকে। ভিডিও

জসপ্রীত বুমরার ছয়- মুগ্ধ করেছে শচীন টেন্ডুলকারকে। ভিডিও

Eng Vs Ind 1st Test 2021: ট্রেন্টব্রিজে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম ইনিংস সম্পন্ন হয় ২৭৮ রানে। যে ইনিংসে কেএল রাহুল ৮৪, রবীন্দ্র জাদেজা ৫৬ রানের ইনিংস খেলে নজর কাড়েন। কিন্তু শচীন টেন্ডুলকারের পছন্দ এই দুটো ইনিংসকে ছাপিয়ে গেল জসপ্রিত বুমরার ছয়।

টুইটারে এই বিষয়ে তিনি নিজের প্রতিক্রিয়া দিয়েছেন, “টেলেন্ডাররা রান যোগ করে কিছু গুরুত্বপূর্ণ রান করার পর ভারতীয় দলের হাতে এখন দুর্দান্ত লিড রয়েছে।”
“ইংল্যান্ড পিছিয়ে থাকার পর কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা আকর্ষণীয় হবে।”
“যাইহোক, জসপ্রিত বুমরা সবেমাত্র তার জীবনের সেরা শটটি খেলেছেন।”

কেএল রাহুল ও জাদেজার ব্যাটিং সত্ত্বেও জসপ্রিত বুমরার ছয় শচীন টেন্ডুলকারের নজরে এসেছে যা তিনি টুইটারে একটি লাইনের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এই ইনিংসে জসপ্রিত বুমরা ৩৮ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যে ইনিংসে ৩ টি চার ও ১ টি ছয় রয়েছে। ৮২ তম ওভারে ফাস্ট বোলার স্যাম কারেনের বলে প্রথমে একটি চার, তারপর একটি ছয় ও আবার একটি চার মারেন বুমরা।

আরো পড়ুন- KKR এর জন্য খারাপ খবর। অনিশ্চিত হয়ে পড়লেন প্যাট কামিন্স

Twitter source- @SonySportsIndia

এই নিবন্ধটি লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৮৫ রানে ৭ উইকেট হারিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ১০৯ রান করেছেন। এখনো পর্যন্ত ইংল্যান্ডের লিড রয়েছে ১৯৩ রানের লিড রয়েছে।

Previous articleজলের বদলে মঙ্গলে বইছে অন্য তরল,দাবি বিজ্ঞানীদের
Next articleরিভার্স-এ চলবে OLA ইলেকট্রিক স্কুটার। মুক্তি পেল টিজার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply