OLA ইলেকট্রিক স্কুটার: একের পর এক চমক নিয়ে আসছে Ola ইলেকট্রিক স্কুটার। কোম্পানির তরফ থেকে সদ্য প্রকাশিত হয়েছে লঞ্চের তারিখ। ১৫ আগস্ট ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনে মুক্তি পাবে OLA ইলেকট্রিক স্কুটার। মোট ১০ টি রঙে পাওয়া যাবে এই স্কুটারটি। এবার কোম্পানির CEO ভাবিশ আগারওয়ালের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই ইলেকট্রিক স্কুটার টির রিভার্স-এ চলা একটি ছোট ভিডিও প্রকাশ করা হয়।
টুইটারে তিনি ভিডিওটি পোস্ট করে সঙ্গে লিখেছেন, “রিভার্স-এ বিপ্লব আনতে চলেছে এই পরিবর্তন, ১৫ আগস্ট দেখা হচ্ছে।” কোম্পানির তরফ থেকে এখনো কোন স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। স্কুটারটি লঞ্চের দিন সমস্ত কিছুর প্রকাশের সম্ভাবনা রয়েছে। কোম্পানির চেয়ারম্যান এর তরফ থেকে আরো জানা গেছে যে, দেশের প্রায় ১০০০ টি শহর থেকে এই Ola ইলেকট্রিক স্কুটারের বুকিং করা হয়েছে। কোম্পানি চেষ্টা করছে যাতে লঞ্চের প্রথম দিন থেকেই দেশের এই সমস্ত শহরগুলিতে স্কুটারটি ডেলিভারি দেওয়া যায় গ্রাহকদের হাতে।
OLA ইলেকট্রিক স্কুটার রিভার্স ভিডিও
!won em ot netsiL
— Bhavish Aggarwal (@bhash) August 7, 2021
A revolution to Reverse climate change! See you on 15th August at https://t.co/lzUzbWbFl7 #JoinTheRevolution @OlaElectric pic.twitter.com/WXXn3sD8CN
জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই OLA ইলেকট্রিক স্কুটারটির বুকিং শুরু করা হয় কোম্পানির ওয়েবসাইটে। মাত্র ৪৯৯ টাকায় এই রিজার্ভেশন প্রক্রিয়া চালু হয়। এর ২৪ ঘন্টা পর কোম্পানির তরফ থেকে দাবি করা হয় তাদের কাছে ১ লক্ষ বুকিং এর আবেদন নথিভূক্ত হয়েছে।
আরো পড়ুন- ভারতে লঞ্চ হলো VIVO Y12G স্মার্টফোন, দাম মাত্র ১০,৯৯০
Ola Electric Scooter Manufacturing Plant
ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলায় OLA ইলেকট্রিক স্কুটারটির ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি হচ্ছে। প্রায় ৫০০ একর জায়গা জুড়ে নির্মাণ হচ্ছে এই প্লান্ট, কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে এটি বিশ্বের সর্ববৃহৎ দুই চাকা গাড়ির ম্যানুফ্যাকচারিং প্লান্ট। যার কাজ ইতিমধ্যে শেষের পথে, কোম্পানির চেয়ারম্যান প্লান্টের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জানি নিচে আপনারা দেখতে পাচ্ছেন।

[…] আরো পড়ুন-রিভার্স-এ চলবে OLA ইলেকট্রিক স… […]