‘Jab we meet’ কার সঙ্গে দেখা হলো শচীন টেন্ডুলকারের। প্রকাশ করলেন ইনস্টাগ্রামে

কার সঙ্গে দেখা হলো শচীন টেন্ডুলকারের। প্রকাশ করলেন ইনস্টাগ্রামে

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহুদিন পূর্বেই। কিন্তু বিভিন্ন সময় সামাজিক কাজকর্মের মাধ্যমে তিনি খবরের শিরোনামে এসেছেন। তবে এবারের ঘটনাটা একটু অন্য ধরনের। শচীন সেই গল্প নিজেই তার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। একটি কুকুরের বাচ্চার নাম রাখা হয়েছে ‘স্পাইক’।

শচীন তার ভিডিওতে বলেছেন, “বন্ধুরা, আপনারা কি জানেন আমি কিভাবে স্পাইকের সাথে দেখা করলাম’।”
“আমার ফার্মহাউসের কেয়ারটেকারের ছেলেরা একদিন বাজারে গিয়েছিল এবং তারা একটি মা-হারা কুকুরছানাকে দেখতে পায়। ছেলেরা সেটিকে ফার্ম হাউসে নিয়ে আসে। আমি কুকুর ছানাটিকে দেখার পর বললাম তাকে আর অন্য কোন জায়গায় যাওয়ার দরকার নেই। সে আমাদের সঙ্গে এই ফার্ম হাউসেই থাকবে।”
এর সঙ্গে শচীন আরো বলেন, “স্পাইট খুব সুন্দরভাবে বড় হচ্ছে, তার শুধু একটু ভালোবাসা, থাকার জায়গা ও খাবার দরকার।”
ভিডিওটি শেষ হবার আগে শচীন বলেন, “স্পাইক আমাদের হৃদয় জিতে নিয়েছে, সে আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে।”

আরো পড়ুন- দুই হাত নেই, পা দিয়ে খেলছেন ক্যারাম। শচীন টেন্ডুলকার শেয়ার করতেই ভাইরাল যুবক

এছাড়া কুকুরটির প্রজাতির সম্পর্কেও শচীন টেন্ডুলকার বলেন, “স্পাইক কোন বিদেশী প্রজাতির কুকুর নয়, আমাদের দেশী ভারতীয় কুকুর।” শচীনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কুকুর ছানাটিকে নিয়ে শচীন একটি ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করে যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার নতুন পোষ্য ‘স্পাইক’ আজ সোশ্যাল মিডিয়ায় নিজের আত্মপ্রকাশ করল।

শচীন টেন্ডুলকার ইনস্টাগ্রাম পোস্ট

Instagram source- Sachin Tendulkar

ভিডিওটিতে মিলিয়নের উপর ভিউ ইতিমধ্যে চলে এসেছে এবং দেশ তথা বাইরে থেকেও শচীনের অনুগামীরা শচীনকে সাধুবাদ জানিয়েছে এই কাজের জন্য।

Previous articleOLA ইলেকট্রিক স্কুটার লঞ্চের তারিখ? দেখুন বিস্তারিত
Next articleকাশ্মীর ক্রিকেট লিগে খেললে নিষিদ্ধ করবে বিসিসিআই। হুঁশিয়ারি দিল বোর্ড
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply