OLA ইলেকট্রিক স্কুটার লঞ্চের তারিখ? দেখুন বিস্তারিত

শুরু হতে চলেছে ওলা ইলেকট্রিক স্কুটার এর টেস্ট ড্রাইভ জানুন কবে এবং কিভাবে বুক করবেন

OLA ইলেকট্রিক স্কুটার: দীর্ঘদিন ধরেই জল্পনা বাড়ছে ওলা ইলেকট্রিক স্কুটার কবে লঞ্চ হবে? জুলাই মাসের মাঝামাঝি সময়তে কোম্পানির ওয়েবসাইট এই ইলেকট্রিক স্কুটার রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং এখনো চলছে। মাত্র ৪৯৯ টাকায় আপনি বর্তমানে এই স্কুটার টি বুকিং করে রাখতে পারেন। ফলে লঞ্চের পরেই আপনি প্রথম এই স্কুটারটি পেয়ে যাবেন। কিন্তু কবে লঞ্চ হতে চলেছে OLA ইলেকট্রিক স্কুটার।

সম্প্রতি কোম্পানির CEO চেয়ারম্যান ভাবিশ আগারওয়াল টুইটারে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এক কাপ চায়ের সাথে, লঞ্চের তারিখ চূড়ান্ত করছি! শীঘ্রই ঘোষণা করা হবে। সঙ্গে থাকুন।” অর্থাৎ কিছুদিনের মধ্যেই লঞ্চের তারিখ প্রকাশ করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে আগস্ট মাসের শেষের দিকে ওলা ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে পারে।

Twitter source- Bhavish aggarwal

তবে লঞ্চের পর কিভাবে এই ইলেকট্রিক স্কুটার টি গ্রাহকদের কাছে পৌঁছানো হবে?

বর্তমান পরিস্থিতির কারণে এই বিষয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। টুইটারে কোম্পানির চেয়ারম্যানের তরফ থেকে একটি পোল তৈরি করা হয়, যেখানে কিছু অপশন দেওয়া হয়।

  1. ফিজিক্যাল ডিলারশিপ/ স্টোর
  2. অনলাইন এবং হোম ডেলিভারি

প্রত্যাশামতোই অনলাইন এবং হোম ডেলিভারি অপশনটিতে ৬০.১% ভোট পড়েছে। ফলে হয়তোবা এই দুটি অপশনই গ্রাহকদের জন্য উপলব্ধ করতে পারে কোম্পানি। তবে কোম্পানির তরফ থেকে এখনো পর্যন্ত কোন অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

আরো পড়ুন- মাইক্রোম্যাক্সের নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, কিন্তু কবে?

OLA ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি চার্জ/ মাইলেজ:-

অনেকদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন আসছে যে এই ইলেকট্রিক স্কুটার টি কত সময় লাগবে সম্পূর্ণ চার্জ হতে। এছাড়া এই ইলেকট্রিক স্কুটার টির কত কিলোমিটার যাবে একবার চার্জ দিলে? কোম্পানির তরফ থেকে স্পষ্ট কোনো তথ্য সামনে আনা না হলেও। বলা হয়েছে যে, ১৮ মিনিটে একেবারে শূন্য থেকে ৫০% চার্জ সম্পূর্ণ হবে OLA ইলেকট্রিক স্কুটারে এবং যার সাহায্যে ৭৫ কিমি. পথ অতিক্রম করা যাবে। ফলে বিশেষজ্ঞরা দাবি করছেন স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ দিলে ১৪০-১৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে।

Previous articleবিয়ের সমস্ত প্ল্যানিং তৈরি এখনই। নিজেই প্রকাশ করলেন
Next article‘Jab we meet’ কার সঙ্গে দেখা হলো শচীন টেন্ডুলকারের। প্রকাশ করলেন ইনস্টাগ্রামে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply