স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, বেতন বিস্তারিত পড়ুন

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ 2023: SAIL বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করা হচ্ছে 4 আগস্ট 2023 তারিখের পূর্বে আপনারা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বয়স, বেতন, শূন্যপদের বিবরণ, নিয়োগ প্রক্রিয়া ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় এই নিবন্ধে পেয়ে যাবেন। এছাড়া অফিশিয়াল নোটিফিকেশন ও সরাসরি অনলাইন আবেদন লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে।

নিয়োগSAIL
বিভাগকেন্দ্রীয় সরকার
পোস্টঅ্যাপ্রেন্টিস
শূন্যপদ375
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ4 আগস্ট 2023
ওয়েবসাইটmhrdnats.gov.in

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ: তারিখ

আবেদন শুরু17-07-2023
আবেদন শেষ04-08-2023

SAIL নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস60
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস136
ট্রেড অ্যাপ্রেন্টিস188
মোট375

SAIL নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

  • গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- সংশ্লিষ্ট কলেজ থেকে গ্রাজুয়েট সম্পূর্ণ করে থাকতে হবে।
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- 3 বছরের ডিপ্লোমা পাস করে থাকতে হবে।
  • ট্রেড অ্যাপ্রেন্টিস- আইটিআই পাশ করে থাকতে হবে।

SAIL নিয়োগ 2023: বয়স

সবকটি পদের জন্য বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

SAIL নিয়োগ 2023: বেতন

সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিস পদ নির্ধারিত বেতন পাওয়া যাবে।

SAIL নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

কোন লিখিত পরীক্ষা হবে না, আবেদন করা প্রার্থীদের নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে এরপর ডকুমেন্ট যাচাই ও মেডিকেল এর জন্য ডাকা হবে।

SAIL নিয়োগ 2023: আবেদন মূল্য

কোন আবেদন মূল্য লাগবে না এই পোস্টে আবেদন করার জন্য।

কিভাবে আবেদন করতে হবে ?

  • প্রত্যেক আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্টার করতে হবে।
  • গ্রাজুয়েট ও টেকনিশিয়ান পদের জন্য mhrdnats.gov.in এই ওয়েবসাইটে রেজিস্টার করবেন।
  • ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্টার করার জন্য আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকা বাধ্যতামূলক।
  • রেজিস্ট্রেশন করার পর আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এই আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করবেন এবং apprentice opportunities অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে আজকের এই নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করবেন।
  • এরপর স্টেপ বাই স্টেপ ফ্রম টি সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • সব হয়ে গেলে ফর্মটি একবার সম্পূর্ণ রিভিউ করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • ফাইনাল সাবমিট হয়ে গেলে ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE

মন্তব্য করুন