SSC JE নিয়োগ 2023: শূন্যপদ, যোগ্যতা দেখুন বিস্তারিত

SSC JE নিয়োগ 2023: সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা মোট 1324 টি। এই নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বয়স, বেতন ও অন্যান্য বিষয় বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন। এছাড়া এই পোস্টের অফিশিয়াল বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদন লিঙ্ক এই পোস্টের নিচে দেওয়া আছে যেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত খবরের জন্য আমাদের ওয়েবসাইট কে নিয়মিত ফলো করুন।

নিয়োগSSC JE
বিভাগকেন্দ্রীয় সরকার
পোস্টজুনিয়ার ইঞ্জিনিয়ার
শূন্যপদ1324
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ16 আগস্ট 2023
ওয়েবসাইটwww.ssc.nic.in

SSC JE নিয়োগ 2023: তারিখ

আবেদন শুরু26/07/2023
আবেদন শেষ16/08/2023
পরীক্ষা CBT-1 পরীক্ষা অক্টোবর 2023

SSC JE নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
বর্ডার রোডস অর্গানাইজেশন JE(C)431
বর্ডার রোডস অর্গানাইজেশন JE(E & M) 55
সেন্ট্রাল পাবলিক ডিপার্টমেন্ট JE(C)421
সেন্টাল পাবলিক ডিপার্টমেন্ট JE(E)124
সেন্ট্রাল ওয়াটার কমিশন JE(C)188
সেন্ট্রাল ওয়াটার কমিশন JE(M)23
ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট JE(C)15
ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট JE(M)06
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস JE(C)29
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস JE(E & M) 18
বন্দর মন্ত্রণালয়, নৌপরিবহন JE(C)07
বন্দর মন্ত্রণালয়, নৌপরিবহন JE(M)01
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ JE(C)04
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ JE(E)01
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ JE(M)01
মোট1324

SSC JE নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

  • B.tech, BE, ডিপ্লোমা পাস করে থাকতে হবে।
  • এছাড়া সংশ্লিষ্ট পদের জন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।

SSC JE নিয়োগ 2023: বয়স

30 থেকে 32 বছর পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমা আবেদনকারীর জন্য গৃহীত হবে।
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, PWD আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।

SSC JE নিয়োগ 2023: বেতন

জুনিয়র ইঞ্জিনিয়ার- 35400 থেকে 112400

SSC JE নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • CBT-1 অনলাইন পরীক্ষা।
  • CBT-2 অনলাইন পরীক্ষা।
  • ইন্টারভিউ এবং ডকুমেন্ট যাচাই।

SSC JE নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল, ওবিসি- 100 টাকা আবেদন মূল্য দিতে হবে।
  • SC, ST, PWD- কোন আবেদন মূল্য দিতে হবে না।

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in।
  • প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর লগইন করে ফর্ম টি সম্পন্ন ফিলাপ করবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • নিজের পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার আপলোড করতে হবে।
  • সব হয়ে গেলে ফর্ম টি একবার সম্পূর্ণ রিভিউ করে নেবেন।
  • এরপর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন এবং ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE

মন্তব্য করুন