স্যামসাং গ্যালাক্সি M53 5G: অ্যামাজনে দুর্দান্ত অফার, ফোনটি কিনতে পারবেন মাত্র ৩,৯৯৯ টাকায়

স্যামসাং গ্যালাক্সি M53 5G: samsung এর নতুন এই স্মার্টফোনে দুর্দান্ত অফার নিয়ে আসল Amazon। অনলাইনে এই ফোনটির দাম এই মুহূর্তে ৩২,৯৯৯ টাকা, অ্যামাজন থেকে দেওয়া হচ্ছে এই ফোনের উপর ২১ শতাংশ ছাড়।

স্মার্ট ফোনের দুনিয়ায় samsung একটি বেশ জনপ্রিয় কোম্পানি। শুধু জনপ্রিয় নয় এই ব্যান্ডের উপরে সকলেই চোখ বন্ধ করে ভরসা করতে পারে। যদি আপনিও Samsung ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন তবে আপনার জন্য আছে একটি দুর্দান্ত সুখবর। একাধিক অফারের সাথে অনেক কম দামে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সির এই স্মার্টফোনটি। Amazon নিয়ে এসেছে এই স্মার্টফোনের উপরে চমৎকার অফার। ফোনটির দাম এই মুহূর্তে ৩২,৯৯৯ টাকা। তবে মাত্র চার হাজার টাকা খরচ করে আপনি স্মার্ট ফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন। কিভাবে? জেনে নেওয়া যাক।

Samsung galaxy M53 5G স্মার্টফোনটির রিটেল প্রাইজ ৩২,৯৯৯৯ টাকা। এই ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট ৬ জিবি ১২৮ জিবি। অ্যামাজন থেকে এই স্মার্টফোনের উপরে থাকছে ২১ শতাংশ ছাড়। যার ফলে এই স্মার্টফোনটির দাম কমে যাবে ২৬ হাজার টাকার কাছাকাছি। এছাড়াও থাকছে SBI ক্রেডিট কার্ডের উপর অতিরিক্ত ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

এখানেই শেষ নয়, এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। অ্যামাজনে এই ফোনের উপরে থাকছে ২২,০০০ টাকার এক্সচেঞ্জ অফার। অর্থাৎ আপনি যদি একটি ভাল মানের সেকেন্ড হ্যান্ড ফোন এক্সচেঞ্জ করেন এই স্মার্টফোনের সাথে সেখানে আপনি ২২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। সবমিলিয়ে আপনি মাত্র ৩৯৯৯ টাকায় স্মার্টফোনটি বাড়ি নিয়ে আসতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি M53 5G: ফিচার ও স্পেসিফিকেশন

Samsung galaxy M53 5G স্মার্টফোনে থাকছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড ইনফিনিটি O ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০Hz। এই স্মার্টফোনে প্রসেসর দেয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০, android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব One UI 4.2 ব্যবহার করা হয়েছে। ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সহ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh। তবে ফোনের বক্সের সাথে কোন চার্জার দেয়া হচ্ছে না।

Read More,

IQOO Z7: অ্যামাজন থেকে আজই কিনুন দুর্দান্ত এই স্মার্টফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে ক্যামেরা ব্যবহার করা হয়েছে মোট চারটি। পিছনের মেইন ক্যামেরা হতে চলেছে ১০৮ মেগাপিক্সেলের এছাড়াও থাকছে ৮ ও ২ মেগাপিক্সেলের সহ আরো দুটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের।

মন্তব্য করুন