স্যামসাং গ্যালাক্সি: ভারতে লঞ্চ হলো স্যামসাং গ্যালাক্সি এ১৩ এবং গ্যালাক্সি এ২৩

স্যামসাং গ্যালাক্সি: ভারতে লঞ্চ হলো স্যামসাং গ্যালাক্সি এ১৩ এবং গ্যালাক্সি এ২৩

স্যামসাং গ্যালাক্সি: ভারতে স্যামসাং গ্যালাক্সি এর অন্যতম দুটি স্মার্টফোন লঞ্চ হলো সম্প্রতি। জেনে নিন স্যামসাংয়ের এই নতুন দুটি স্মার্টফোনের দাম স্পেসিফিকেশন ও অন্যান্য বিবরণ গুলি।

মার্চ মাসের শেষ সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি সিরিজের নতুন দুটি স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। গত শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ (samsung galaxy A13) এবং স্যামসাং গ্যালাক্সি এ২৩ (samsung galaxy A23) স্মার্টফোনদুটি। স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনের সাকসেশর মডেল হিসেবে লঞ্চ করা হয়েছে নতুন মডেল দুটি। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনের দাম স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্যগুলি নিচে বিস্তারিত দেওয়া হলো।

স্যামসাং গ্যালাক্সি এ১৩; দাম ও স্পেসিফিকেশন:

ভারতের স্যামসাং গ্যালাক্সি এ১৩ মডেল টির মোট তিনটি স্টোরেজ কনফিগারেশন লঞ্চ করা হয়েছে, বেস মডেল অর্থাৎ ৪জিবি ৬৪জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা, অন্যদিকে ৪জিবি ১২৮জিবি মডেলটির দাম ১৫,৯৯৯ টাকা এবং ৬জিবি ১২৮জিবি স্টোরেজের মডেলটির দাম ১৭,৪৯৯ টাকা। মোট চারটি রঙে স্মার্টফোনটি নিয়ে আসা হয়েছে যে গুলি হল কালো, কমলা, হালকা নীল এবং সাদা।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ স্মার্টফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ইনফিনিটি-ভি ডিসপ্লে, Exynos এর ৮৫০ প্রসেসর, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে এই স্মার্টফোনটিতে। এটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১২ One UI 4.1 অপারেটিং সিস্টেম এর সাহায্যে। স্যামসাং গ্যালাক্সির নতুন এই স্মার্টফোনে ক্যামেরা দেয়া হয়েছে মোট চারটি, যেখানে প্রাইমারি সেন্সরটি থাকছে ৫০ মেগাপিক্সেলের এছাড়াও থাকবে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ ও ২ মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। এই স্মার্ট ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ৫০০০ mAh ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে দেওয়া হয়েছে।

আরো পড়ুন-এই অ্যাপটি ইনস্টল করলে ফাঁস হতে পারে ফেসবুকের ব্যক্তিগত তথ্য! সতর্ক থাকবেন কিভাবে?

স্যামসাং গ্যালাক্সি এ২৩; দাম ও স্পেসিফিকেশন:

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ফোনটিতে থাকছে মোট দুটি স্টোরেজ ভেরিয়েন্ট, প্রথমটি ৬জিবি এবং দ্বিতীয়টি ৮জিবি, ৬জিবি মডেলের দাম ১৯,৪৯৯ টাকা এবং ৮জিবি মডেলটির দাম ২০,৯৯৯ টাকা। এই ফোনটি থাকছে মোট তিনটি রঙের যেগুলো হল কাল, কমলা এবং হালকা নীল।

স্যামসাং গ্যালাক্সি এ২৩ মডেলটির ডিসপ্লে হতে চলেছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ইনফিনিটি-ভি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৮জিবি ও ১২৮জিবি স্টোরেজ, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে এই স্মার্টফোনটিতে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১২ out-of-the-box ভিত্তিক One UI 14.1 দ্বারা চালিত হবে এটি। এই ফোনটিতে থাকছে ৪টি ক্যামেরা সেটআপ, প্রাইমারি সেন্সরটি হবে ৫০ মেগাপিক্সেলের এছাড়াও থাকছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের মাইক্রো সেনসর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ৩.৫ হেডফোন জ্যাক ৫০০০ mAh ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে স্যামসাং গ্যালাক্সি এ২৩ স্মার্টফোনে।

Previous articleIPL 2022 time table in bengali: আইপিএলের সম্পূর্ণ সময়সূচি ২০২২
Next articleরিয়েলমি ৯: রিয়েলমি লঞ্চ করতে চলেছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নয়া স্মার্টফোন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply