দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। দেখুন ভিডিও

IPL 2021 RR VS PBKS
IPL 2021 RR VS PBKS

আইপিএল 2021 খবর: সোমবার আইপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান রয়েলস ও পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। এরপর পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে 221 রান করে। পাঞ্জাবের অধিনায়ক কে-এল রাহুল 50 বলে 91 রানের ইনিংসের সঙ্গে দীপক হুডা 28 বলে 64 রান করে।

রান তাড়া করতে নেমে শুরুতেই বেন স্টোকসের গুরুত্বপূর্ণ উইকেট হারায় রাজস্থান। এরপর এবছরে রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসন মাঠে নামে। শুরু থেকে শেষ পর্যন্ত রান চেসের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে 63 বলে 119 রানের অনবদ্য ইনিংস খেলেন। যার মধ্যে ছিল 7 টি ছয় ও 12 টি চার। কিন্তু স্যামসন ছাড়া রাজস্থানের হয়ে আর কেউ নজর কাড়তে পারেনি। 20 ওভারের শেষ বলে জেতার জন্য দরকার ছিল 5 রান, কিন্তু ছয় মারার প্রয়াশ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন সঞ্জু স্যামসন।

পাঞ্জাবের হয়ে তরুণ আরশদ্বীপ সিং 4 ওভারে 3 উইকেট নেন 35 রান দিয়ে, মোহাম্মদ সামি নেন 2 উইকেট 33 রান দিয়ে।

ম্যাচ শেষে RR এর টিম দিরেক্টর কুমার সাঙ্গাকারা সঞ্জু স্যামসন সম্পর্কে বলেন যে, “তিনি একজন বিশেষ খেলোয়াড়, যেমনটা আপনারা দেখলেন এবং আমি কেবল চাইছি যে তিনি নিজেকে কিছুটা শিথিল রাখুন এবং যে বলটা ফেস করছে সেটার উপর নজর রাখতে। কিছুদিনের মধ্যেই দিল্লির বিপক্ষে খেলা আছে তাকে পুনরায় আবার নতুন করে শুরু করতে হবে”।

আরো পড়ুন- IPL 2021 CSK VS DC: 12 লক্ষ টাকা জরিমানা করা হলো MS Dhoni কে। কিন্তু কেন

RR VS PBKS Match Summary:
PBKS BATTINGRUN
KL Rahul91(50)
D Hooda64(28)
RR BOLLINGWickets
C Sakariya3-31
C Morris2-41
RR BATTINGRUN
S Samson119(63)
R Parag25(11)
PBKS BOLLINGWickets
Arshdeep S3-35
M Shami2-33

সঞ্জু স্যামসনের দুরন্ত সেঞ্চুরি 119(63), দেখুন এই লিংকে ক্লিক করে।
Previous articleজিম করার মাঝে গান করছেন জাহ্নবী কাপুর। দেখুন সেই ভিডিও
Next article‘শুভ বৈশাখী সকলকে’- হরভজন সিং। বিভিন্ন টি-শার্টে দুর্দান্ত নাচ ভাজ্জির দেখুন ভিডিও
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply