পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার পূর্বাভাস পাননি বিজ্ঞানীরা! জ্যোতির্বিজ্ঞানে বিরলতম ঘটনা

পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার পূর্বাভাস পাননি বিজ্ঞানীরা! জ্যোতির্বিজ্ঞানে বিরলতম ঘটনা

মহাকাশ বিজ্ঞানে এমন বিরল ঘটনা আগে কখনো ঘটেনি, বিজ্ঞানীদের দাবি খানিকটা এইরকমই। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই ধরনের ঘটনা এই প্রথম, পৃথিবীর বুকে আছড়ে পড়েছে একটি গ্রহাণু যে গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার মাত্র দু ঘন্টা আগে জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। সাধারণত কোন গ্রহাণু পৃথিবীতে আসার অনেক আগেই বিজ্ঞানীরা সেটি জানতে পারেন যে কারণে অনেক আগে থেকেই সতর্ক বার্তা দিয়ে থাকেন তারা। শুধু এখানেই শেষ নয়, আকার-আয়তন, গতিবেগ এবং পৃথিবীতে আছড়ে পড়ার পড়ে কতটা ক্ষতি হতে পারে সে বিষয়েও বিজ্ঞানীরা জানতে পারেন আগে থেকেই। তবে এক্ষেত্রে ঘটনাটি ঘটেছে কিছুটা অন্যরকম। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ এর মাত্র দুই ঘন্টা আগেই গ্রহাণুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। ৩ মিটার চওড়া এই গ্রহাণুটি আবিষ্কার করেছেন হাঙ্গেরির একজন জ্যোতির্বিজ্ঞানী।

গত ১১মার্চ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এই গ্রহাণু, যার নাম দেওয়া হয়েছে ২০২২ ইবি৫, এটি পৃথিবীর উত্তর গোলার্ধে উত্তর আইসল্যান্ড-এ আছড়ে পড়ছে। এটি হলো পঞ্চম গ্রহাণু যেটি পৃথিবীতে আঘাত হানার কিছু আগেই আবিষ্কার করা হয়েছে। হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানী Krisztian Sarneczky আবিষ্কার করেন Piszkesteto মাউন্টেন স্টেশনে বসে, এটি বুদাপেস্টের কাছাকাছি অবস্থিত একটি জায়গা। তিনি জানিয়েছেন গ্রহাণু পৃথিবীতে আঘাত হানলেও বিশেষ ক্ষয়ক্ষতি হবে না সেটা তিনি বুঝতে পেরেছিলেন। একটি রিপোর্ট অনুযায়ী যে অঞ্চলে এই গ্রহাণু ভেঙে পড়েছে সেখানকার বাসিন্দারা অনেক জোরে শব্দ শুনতে পেয়েছিলেন এবং আলোর ঝলকানি দেখেছিলেন বলে জানানো হয়েছে। তবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। গ্রহাণুটি পৃথিবীতে প্রবেশের পর ঠিক কি ঘটনা ঘটেছিল তা বোঝার জন্য ইন্টারন্যাশনাল মিটিওর অর্গানাইজেশন সঠিক প্রমাণ খোঁজার চেষ্টা করেছেন, তারা জানিয়েছেন গ্রহাণুটির গতিবেগ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ এর পরে ছিল সেকেন্ডে ১১ মাইল বা ১৮.৫ কিলোমিটার।

আরো পড়ুন-নতুন ছায়াপথের আবিষ্কার করল নাসা, আকাশগঙ্গার সাথে হুবহু মিল!

উত্তর আইসল্যান্ডের স্থানীয়রা জানিয়েছেন গ্রহাণু পৃথিবীতে প্রবেশের পর প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানি সৃষ্টি করেছিল যে কারণে বর্তমানে বিজ্ঞানীরা সেই প্রমাণ জোগাড় করতেই ব্যস্ত। যদিও এখনও কোনো নির্দিষ্ট প্রমাণ বা সেই গ্রহাণুর অংশের খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

Previous articleবসন্ত বহিলো গান নিয়ে হাজির অঙ্কিতা ভট্টাচার্য
Next articleব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে পুনরায় বোনাস চ্যালেঞ্জ ফিরতে পারে, জানালো ক্রাফ্টন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply