সেহবাগ আমার কাছে এসে বলেছিল এটাই হয়তো তোমার শেষ টেস্ট- মুরলি বিজয়

সেহবাগ আমার কাছে এসে বলেছিল এটাই হয়তো তোমার শেষ টেস্ট- মুরলি বিজয়

মুরলি বিজয় কয়েক বছর আগেও ভারতের ওপেনিং এ স্থায়ীভাবে ব্যাটিং করতেন টেস্ট ক্রিকেটে কিন্তু ২০১৮ সালে ইংল্যান্ড সিরিজের পর তিনি তার জায়গা হারান ভারতীয় দল থেকে। একটি অনুষ্ঠানে তিনি বলেন বীরেন্দ্র সেহবাগ আমার কাছে এসেছিল এবং বলেছিল এটাই হয়তো তোমার শেষ টেস্ট ম্যাচ। কিন্তু ঘটনাটি ২০১২ সালের ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীন প্রথম টেস্ট ম্যাচে মুরলি বিজয় ১০ ও ৬ রান করেন। এরপরই বীরেন্দ্র সেহবাগ তাকে এই কথা বলেছিল।

কিন্তু এরপরেই দ্বিতীয় টেস্ট ম্যাচে হায়দ্রাবাদে মুরলি বিজয় ১৬৭ রান করেন ৩৬১ বলে। যা মুরলি বিজয়ের জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। একটি অনুষ্ঠানে মুরলি বিজয় এই প্রসঙ্গে বলেন যে,
“আমি অবশ্যই অনুভব করেছি যে (ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট) যখন আমি হায়দ্রাবাদে আমার প্রত্যাবর্তনের জন্য আমার শতরান করেছি – আমি ভুল না হলে এটি ছিল 2012। আমি সঠিক বছর জানি না তবে সেই সময়টির কাছাকাছি, যখন বীরেন্দ্র সেহবাগ এবং আমি ছিলাম ওপেনিংয়ে, আমার কাছে এই ইঙ্গিত ছিল তিনি আমার কাছে এসে বলেছিলেন এটি হতে পারে তোমার শেষ টেস্ট সিরিজ এবং আমার মনে হয়েছিল হায়দরাবাদের ইনিংসটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল।”

আরো পড়ুন- হকি বিশ্বকাপ ২০২৩, সব ম্যাচের সম্পূর্ণ সময়সূচী

এরপর মুরলি বিজয় কে আর ঘুরে তাকাতে হয়নি, সে সময় থেকে তিনি ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে ওপেনিং এ শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধেন।
“আমি কখনই ভাবিনি যে আমার এত ধৈর্য্য থাকবে এবং সেখানে খেলতে পারব এবং সেই নকটি আমাকে বিশ্বাস এবং বিশ্বাস দিয়েছে যে আমি যে কোনও জায়গায় পারফর্ম করতে পারি। আমার ব্যক্তিগত জীবন এবং ক্রিকেটের পরিস্থিতি আমাকে একসাথে আঘাত করেছে। এর পর আমি আর পিছনে ফিরে তাকাইনি। আমি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে পারফর্ম করার আত্মবিশ্বাস ছিল।”- বলেন মুরলি বিজয়।

Previous article“রাইডুর সঙ্গে এর করেছে বিরাট কোহলি”- সঞ্জয় মাঞ্জরেকর ঈশান কিষান প্রসঙ্গে
Next articleAuto Expo 2023: ৩টি নতুন ক্রুজার বাইক লঞ্চ করল Benelli
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply