SL VS IND: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা হলো

SL VS IND: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা হলো

জুলাই মাসে শ্রীলঙ্কায় হতে চলেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ যার তারিখ ঘোষণা করল সম্প্রচারকারী সংস্থা। শ্রীলঙ্কায় ৩ ম্যাচের দুটি সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের সম্প্রচারকারী সংস্থা সোনি নেটওয়ার্ক সোমবার দুটি সিরিজের দিনক্ষণ ঘোষণা করল।

ঘোষিত সূচি অনুযায়ী ১৩ জুলাই থেকে ১৮ জুলাই হবে ওয়ানডে সিরিজ ও ২১ থেকে ২৫ শে জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ।


ওয়ানডে সিরিজের সময়সূচী
প্রথম ওয়ানডে- ১৩ জুলাই
দ্বিতীয় ওয়ানডে- ১৬ জুলাই
তৃতীয় ওয়ানডে- ১৮ জুলাই

আরো পড়ুন- ইংল্যান্ডে গিয়ে বিরাটকে খোঁচা দিয়ে পোস্ট করলেন অনুষ্কা শর্মা

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচী
প্রথম টি-টোয়েন্টি- ২১ জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৩ জুলাই
তৃতীয় টি-টোয়েন্টি- ২৫ জুলাই

সনি নেটওয়ার্কে সনি টেন-1, সনি টেন-3, সনি টেন-4 ও সনি সিক্স চ্যানেলে দেখা যাবে। শ্রীলঙ্কা সিরিজে ভারতের দ্বিতীয় সারির দল খেলবে। যেহেতু একই সময় ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলবে সেই কারণে শিখর ধাওয়ানের নেতৃত্বে নতুন দল গঠন করবে বিসিসিআই। কোচের ভূমিকায় হয়তো দেখা যাবে রাহুল দ্রাবিড় কে।

Previous articleনাসা আর্টেমিস মিশনের মুখ্য ভূমিকায় ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা
Next articleঅভিষেকের পরের ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হল এই ইংলিশ ক্রিকেটার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply