মঙ্গল গ্রহে সাপের ফণা? অবিশ্বাস্য ছবি প্রকাশ করল নাসা

মঙ্গল গ্রহে সাপের ফণা? অবিশ্বাস্য ছবি প্রকাশ করল নাসা

মঙ্গল গ্রহ, নাসা: মঙ্গল গ্রহে নাকি সাপের ফণা রয়েছে এমনই এক অবিশ্বাস্য দুর্ধর্ষ ছবি প্রকাশ করল নাসা। নাসার ‘মার্স রিকনেস্যান্স’ নামক স্যাটেলাইট থেকে এই ছবি তোলা হয়েছে। উপর থেকে দেখলে মনে হয় একটি বিশাল বড় সাপের ফণা কিন্তু বাস্তবের চিত্রটা একদমই উল্টো। আসলে ওটা একটি আগ্নেয়গিরির ছবি। মঙ্গল গ্রহের সবচেয়ে বড় আগ্নেয়গিরি যার নাম ‘Gordii Fossae‘, এই অঞ্চল থেকেই এই ছবিটি তোলা হয়েছে।

বিশেষত এই অঞ্চলের বেশ কিছু জায়গায় বিশাল গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে যার ফলে অঞ্চলটি এরকম আকার ধারণ করেছে। মঙ্গলে বর্তমানে কোন সক্রিয় আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীদের মতে এই স্থানটি আগ্নেয়গিরির ম্যাগমার দ্বারা এরকম আকার ধারণ করেছে। নাসার এই স্যাটেলাইট ২৭৩ কিলোমিটার থেকে মঙ্গলের চিত্র তুলেছে।

নাসার জেট প্রপুলসন ল্যাবরটরি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বলেছে যে, “Gordii Fossae হল মঙ্গল গ্রহের বৃহত্তম আগ্নেয়গিরি যা অলিম্পাস মনস এর কাছে অবস্থিত। Gordii Fossae অঞ্চলের মসৃণ আগ্নেয়গিরি ভূপৃষ্ঠ দীর্ঘ সরু খাদ দ্বারা গঠিত, মেঘমা ভূপৃষ্ঠে সংস্পর্শে আসার পর এই খাদ গুলির উৎপত্তি।”

আরো পড়ুন- মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে আঁচড়ের দাগ! দেখুন সেই ছবি

Previous articleলঞ্চ হলো পাবজির নতুন ভার্সন Pubg New State
Next articleহাইওয়েতে টাকার বন্যা, কুড়িয়ে নিচ্ছে আমজনতা। ভিডিও
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply