অবসর নিতে হচ্ছে সৌরভ গাঙ্গুলী কে

এবার বড় সিদ্ধান্ত নিতে হলো বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কে। আচমকাই অবসর নিতে হচ্ছে তাকে একটি পদের থেকে। কিন্তু ভয় পাবেন না তিনি বিসিসিআই সভাপতি পদ থেকে অবসর নিচ্ছেন না। আমরা অনেকেই জানি বিসিসিআইয়ের সংবিধান অনুসারে একজন ব্যক্তি বিসিসিআইয়ের কোন পদে থাকাকালীন দ্বিতীয় কোন পদে থাকতে পারেন না। এই নিয়মের জন্যই আইএসএল এ এটিকে মোহনবাগানের পরিচালক পদ থেকে অবসর নিলেন তিনি।

কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাবছেন বিসিসিআইয়ের সঙ্গে আইএসএল এর কি সম্পর্ক। সম্প্রতি আইপিএলে নতুন দুটি দল যুক্ত হয়েছে। একটি হলো CVC ক্যাপিটাল আমেদাবাদের জন্য ও RPSG গ্রুপ উত্তর প্রদেশের লখনৌয়ের জন্য। সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ আইপিএলের দল কেনার পরই সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের নিয়ম ভঙ্গের দায় আসতে পারতো। কারণ RPSG গ্রুপ আইএসএলের এটিকে মোহনবাগান দলেরও মালিক যেখানে সৌরভ গাঙ্গুলী এটিকে মোহনবাগান ফ্র্যাঞ্চাইজির পরিচালক পদে ছিলেন।

আরো পড়ুন- PUBG New State: ভারতে রিলিজের তারিখ ঘোষণা Krafton-এর

সেই কারণে স্বার্থের সংঘাত এর নিয়ম বিধি যাতে ভঙ্গ না হয় সেই জন্য সৌরভ গাঙ্গুলী নিজেই এই পদ থেকে সরে দাঁড়ালেন। ২০২২ সালে আইপিএলে মোট ১০ টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে যার জন্য মেগা নিলাম আয়োজিত হবে এ বছরের শেষের দিকে। নতুন দুটি দলের নামকরণ হয়েছে যথা,
১. LucknowScorchers যে দলের মালিকানা পেয়েছে RPSG গ্রুপ। ৭,০৯০ কোটি টাকায় তারা লখনৌয়ের ফ্র্যাঞ্চাইজিটি নিয়েছেন।
২. AhmedabadRenegades যে দলের মালিকানা পেয়েছে CVC ক্যাপিটাল। ৫,৬২৬ কোটি টাকায় তারা আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছেন।

মন্তব্য করুন