৫০ টাকার উপরে টাকা পাঠানোর ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ, জানালো PhonePe

বর্তমান সময়ে যে সমস্ত ই-ওয়ালেট সংস্থাগুলি বাজারে রমরমা ব্যবসা করছে তার মধ্যে একটি অতি পরিচিত নাম হলো ফোনপে। এছাড়াও এই ব্যবসায় অন্যান্য সংস্থাগুলিও রয়েছে, যেমন পেটিএম, গুগোল পে ইত্যাদি সংস্থা। ইলেকট্রিসিটি বিল থেকে মোবাইল রিচার্জ মাত্র কয়েক ক্লিকেই। বর্তমানে এসবকিছুই হাতের মুঠোয়। তবে এই টাকা লেন-দেন এর ক্ষেত্রে বেশকিছু বদল আনতে চলেছে ই-ওয়ালেট সংস্থা ফোনপে। পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত কিছু টাকা খরচ হতে পারে এরপর থেকে। জেনে নিন কোন কোন ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে।

ফোন পে এর তরফ থেকে জানানো হয়েছে বর্তমান সময়ে তারা ১৬৫ কোটিরও বেশি ইউপিআই লেনদেন সম্পন্ন করেছে। তবে এই প্রথমবার তারা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ কেটে নেওয়ার কথা জানিয়েছেন। তবে সবক্ষেত্রে এই ধরনের চার্জ নেওয়া হবেনা। সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে ৫০ টাকার বেশি হলে ১ টাকা এবং ১০০ টাকার বেশি হলে ২ টাকা করে অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হবে।

তবে অন্যদিকে গুগোল পে, পেটিএম এর মতো সংস্থাগুলি বিনামূল্যে অনলাইন লেনদেনে পরিষেবা চালিয়ে যাচ্ছে তাহলে এবার প্রশ্ন হল ফোনপের এমন সিদ্ধান্তের কারণ কি? সংস্থার দাবি এই ফোনপে থেকে খুব কম সংখ্যক মানুষ এই মোবাইল রিচার্জ করে থাকেন, তবে অন্য ক্ষেত্রে এর ব্যবহার বেশি। সেই কারণেই ফোনপের এমন সিদ্ধান্ত। তবে তারা এও জানিয়েছেন ৫০ টাকার কম রিচার্জ এর ক্ষেত্রে ইউজারদের অতিরিক্ত খরচ করতে হবে না।

আরো পড়ুন-শুরু হতে চলেছে ওলা ইলেকট্রিক স্কুটার এর টেস্ট ড্রাইভ জানুন কবে এবং কিভাবে বুক করবেন

ফোন পের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে কেবলমাত্র মোবাইল চার্জের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ কাটা হবে। বাকি সব ক্ষেত্রেই বিনামূল্যে পরিষেবা পাবেন গ্রাহকরা। অন্যদিকে যেহেতু ফোনপে এর মাধ্যমে খুব কম সংখ্যক মানুষ মোবাইল রিচার্জ করে থাকেন সেক্ষেত্রে জনপ্রিয়তার ক্ষেত্রেও প্রভাব পড়বে না বলে মনে করছেন তারা।

“৫০ টাকার উপরে টাকা পাঠানোর ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ, জানালো PhonePe”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন