মঙ্গলে সূর্যোদয়: মঙ্গল গ্রহে সূর্যোদয়ের এক বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা, দেখুন সেই ছবি

মঙ্গলে সূর্যোদয়: মঙ্গল গ্রহে সূর্যোদয়ের এক বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা, দেখুন সেই ছবি

মঙ্গলে সূর্যোদয়: নাসা ইনসাইট ল্যান্ডার দ্বারা গৃহীত মঙ্গলগ্রহে সূর্যোদয়ের ছবি সম্প্রতি শেয়ার করেছেন। তারা জানিয়েছেন মঙ্গলে একটা বছর মানে ৬৮৭ দিন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তাদের ইনসাইট মার্স ল্যান্ডার (Insight Mars Lander) দ্বারা গৃহীত এক অত্যাশ্চর্য ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। বিস্ময়কর এই ছবিতে দেখা মিলেছে মঙ্গল গ্রহের সূর্যোদয়-এর। আমরা অর্থাৎ পৃথিবীর বাসিন্দারা প্রতিদিন সূর্যোদয়ের দৃশ্য দেখি, তবে মঙ্গল গ্রহ থেকে এই সূর্যোদয়কে কেমন দেখতে লাগে সেই ছবি ধরা পড়েছে সম্প্রতি।

মঙ্গল গ্রহের সূর্যোদয়ের অন্যতম এই ছবিটি ধারণ করা হয়েছে ইনসাইট ল্যান্ডার দ্বারা। এই অভিযানের মাধ্যমে মঙ্গল গ্রহের অভ্যন্তরীণ অংশ কেমন তা জানার চেষ্টা করা শুরু হয়েছিল, মঙ্গল গ্রহের ক্রাস্ট, কোর এবং ম্যান্টেল ও গভীরতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্যই এই মিশন শুরু করা হয় ২০১৮ সালে। মঙ্গল গ্রহের Elysium planitia অঞ্চলে ইনসাইট প্রথম অবতরণ করেছিল। এই ল্যান্ডারের সাহায্যে মঙ্গল গ্রহে পৃষ্ঠদেশ এবং অভ্যন্তরের কম্পনের তীব্রতা পরিমাপ করা হয়।

আরো পড়ুন-একটানা ৬ মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ মহাকাশচারী

ছবিটিকে উদ্দেশ্য করে নাসা জানিয়েছে, পৃথিবীতে যেখানে ৩৬৫ দিনে এক বছর সম্পন্ন হয় সেখানে মঙ্গল গ্রহে এক বছর হতে সময় লাগে ৬৮৭ দিন এবং ইনসাইট ল্যান্ডার সেই সময়সীমা অতিক্রম করেছে এবং এই অভিযানটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। অভিযান শেষে অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে মঙ্গল গ্রহের এই ধরনের অত্যাশ্চর্য ছবিগুলি তুলেছে ইনসাইট ল্যান্ডার। এখানেই শেষ নয়, মঙ্গল গ্রহের ধরুন এবং অন্যান্য অজানা রহস্যময় বৈশিষ্ট্যগুলি জানতে সাহায্য করেছে এটি। ভবিষ্যতে মঙ্গল গ্রহের উপর হওয়া যেকোনো অভিযানকে বিশেষ সাহায্য করবে এই অভিযান থেকে প্রাপ্ত তথ্যগুলি।

Previous articleএকটানা ৬ মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ মহাকাশচারী
Next articleইউরি গ্যাগারিনের মহাকাশ উড়ানের ৬১তম বছর উপলক্ষে মহাকাশে কাবাব পাঠালো তুরস্কের রেস্তোরাঁ, দেখুন ভিডিও
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply