ইউরি গ্যাগারিনের মহাকাশ উড়ানের ৬১তম বছর উপলক্ষে মহাকাশে কাবাব পাঠালো তুরস্কের রেস্তোরাঁ, দেখুন ভিডিও

মহাকাশে কাবাব পাঠালো তুরস্কের রেস্তোরাঁ: তুরস্কের কাবাব তৈরির জন্য বিখ্যাত এক রেস্তোরাঁ থেকে মহাকাশের উদ্দেশ্যে হিলিয়াম বেলুনে বেধে পাঠানো হলো ‘পাইপ কাবাব‘।

কাবাবের মহাকাশ যাত্রা! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। তুরস্কের এক নামকরা রেস্তোরাঁর তরফ থেকে মহাকাশে পাঠানো হয়েছে কাবাব। শুধু তাই নয় কাবাবের সঙ্গে পাঠানো হয়েছে স্যালাডও। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে মহাকাশে হঠাৎ কাবাব পাঠানোর কারণ, তারা জানিয়েছেন ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশ অভিযানের ৬১ তম বছর উপলক্ষে মহাকাশে কাবাব পাঠিয়েছেন তারা। মহাকাশে কাবাব পাঠানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গিয়েছে বেশ কিছু মানুষ একটি বিশাল হিলিয়াম বেলুনের সঙ্গে একটি পাত্রে কাবাব ও একটি ক্যামেরা বেধে মহাকাশের উদ্দেশ্যে পাঠাচ্ছেন। একটি পাত্রে সাজানো রয়েছে কাবাব, স্যালাড, একটি ক্যামেরা, ট্র্যাকিং ডিভাইস এবং তুরস্কের পতাকা।

তুরস্কের যে রেস্তোরাঁ থেকে মহাকাশে কাবাব পাঠানো হয়েছে সেই রেস্তোরাঁটি তুরস্কের সবচেয়ে বিখ্যাত কাবাবের রেস্তোরাঁ। একটি সুবিশাল হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনের সাহায্যে মহাকাশে কাবাব পাঠিয়েছিলেন তারা। তবে বিষয়টি সম্পূর্ণ ভাবে সফল হয়নি, কিছুটা উঁচুতে যাওয়ার পর বেলুনটি ফেটে যায় এবং ভূমধ্যসাগরে পড়ে যায়। ইনস্টাগ্রামে অসাধারণ একটি ভিডিও শেয়ারের মাধ্যমে তারা জানিয়েছেন প্রায় ৪০ কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছানোর পর বেলুনটি ফেটে যায় এবং কাবাব ও ক্যামেরা সহ ভূমধ্যসাগরে পড়ে যায়।

আরো পড়ুন-মঙ্গলে সূর্যোদয়: মঙ্গল গ্রহে সূর্যোদয়ের এক বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা, দেখুন সেই ছবি

সম্পূর্ণ ঘটনাটি সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি ক্যামেরাও রাখা হয়েছিল এবং কাবাব সহ সমস্ত উপকরণ যাতে পুনরায় খুঁজে পাওয়া যায় তার জন্য একটি ট্র্যাকিং ডিভাইসও লাগানো হয়েছিল পাত্রের সাথে, যে কারণে ভূমধ্যসাগরে বেলুন সহ সমস্ত উপকরণ পড়ে যাওয়ার পরেও তা খুঁজে পাওয়া গিয়েছে। এর আগে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি যে কারণে সম্পূর্ণ ঘটনাটিকে নিয়ে চারিদিকে উত্তেজনা শুরু হয়েছে এবং ঘটনাটি সম্পূর্ণটাই ধরা পড়েছে ক্যামেরায়।

“ইউরি গ্যাগারিনের মহাকাশ উড়ানের ৬১তম বছর উপলক্ষে মহাকাশে কাবাব পাঠালো তুরস্কের রেস্তোরাঁ, দেখুন ভিডিও”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন