টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: প্রকাশিত হল গ্রুপ পর্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ গ্রুপ পর্ব: জল্পনার অবসান প্রকাশিত হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর সেরা ১২ টি দলের গ্রুপ পর্বের বিন্যাস। এবার আবারো ক্রিকেটে সুপার এল-ক্লাসিকো দেখতে পাবে ক্রিকেট বিশ্ব। কারণ গ্রুপ-B তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, অর্থাৎ আবারও ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেটপ্রেমীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ গ্রুপ পর্ব
PicsArt 07 16

গ্রুপ-Aগ্রুপ-B
ইংল্যান্ডভারত
অস্ট্রেলিয়াপাকিস্তান
দক্ষিণ আফ্রিকানিউজিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজআফগানিস্তান
জয়ী রাউন্ড-Aজয়ী রাউন্ড-B
রানার্স রাউন্ড-Bরানার্স রাউন্ড-A

উপরে মোট ৮ টি দলের গ্রুপ পর্যায়ের বিভাগ দেওয়া হলেও আরো ২ টি দল যুক্ত হবে প্রত্যেকটি গ্রুপে। আমরা প্রত্যেকেই জানি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই রাউন্ড হবে এবং সেই কোয়ালিফাই রাউন্ডের থেকে মোট চারটি দলকে তুলে নেওয়া হবে বিশ্বকাপের প্রধান পর্যায়ে। সুপার 12 থেকে সেরা ৪ টি দল খেলবে সেমিফাইনাল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও বর্তমানে পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। সেই কারণে বিসিসিআই এই বিশ্বকাপ স্থানান্তরিত করেছে UAE-তে, যেখানে অক্টোবর মাসে এই বিশ্বকাপ আয়োজিত হবে।

“টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: প্রকাশিত হল গ্রুপ পর্ব”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন