ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই
ভারত ইংল্যান্ড ওয়ানডে সিরিজ 2021

চলতি ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। ভারতের ওয়ানডে সিরিজের দলে নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণা ও সুরিয়া কুমার যাদব। টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাওয়ার পর ওয়ানডে সিরিজে সুরিয়া কুমার যাদব কে যাচাই করা হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রদর্শনের সুবাদে কলকাতা নাইট রাইডার্স এর ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা কে দলে নেওয়া হয়েছে।

ভারতের ওয়ানডে সিরিজের দল:-

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পান্ত (উইকেট কিপার), কেএল রাহুল (উইকেট কিপার), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সুরিয়া কুমার যাদব, হার্ডিক পান্ড্য, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুনাল পান্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নাটারাজন, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।

আরো পড়ুন- দেখে নিন জসপ্রিত বুমরার বিয়ের ছবি। গোয়াতে সম্পন্ন হলো বিয়ের অনুষ্ঠান

ইংল্যান্ডের বিরুদ্ধে মোট তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে সবকটি ম্যাচ হবে মহারাষ্ট্রের পুনে স্টেডিয়ামে। কোন দর্শকের অনুমতি দেওয়া হবে না ওয়ানডে সিরিজে, দর্শকশূন্য মাঠে সিরিজ সম্পন্ন হবে।

ভারত ইংল্যান্ড ওয়ানডে সিরিজের স্থান
ম্যাচতারিখস্থান
১.প্রথম ওয়ানডে২৩ মার্চপুনে
২.দ্বিতীয় ওয়ানডে২৬ মার্চপুনে
৩.তৃতীয় ওয়ানডে২৮ মার্চপুনে

বর্তমানে ভারত সফরে এসেছেন ইংল্যান্ড চার টেস্ট ম্যাচের সিরিজে ভারত ৩-১ জিতে যায় এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত, উভয় দল ২ টি করে ম্যাচ জিতেছে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি নির্নায়ক ম্যাচ হতে চলেছে।

Previous articleঅতীতে ফিরে যেতে চান, Google Earth এবার সেই সুযোগ এনে দিল
Next articleভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক, আইটিআই
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply