চিত্রনাট্যে বা সিনেমাতে টাইম মেশিনের গল্প অনেক দেখেছেন। এবার বাস্তবে আপনার সেই অনুভূতি এনে দেবে গুগল আর্থ অ্যাপের নতুন ফিচার। হ্যাঁ আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে অতীতে যে কোন জায়গা কেমন ছিল সেটা মাত্র এক ক্লিকেই দেখতে পাবেন।
খুব শীগ্রই গুগল আর্থ টাইম মেশিন নামে একটি আপডেট দিতে চলেছে অ্যাপটির মধ্যে। যার ফলে ১০ বা ২০ বছর নয় প্রায় ৮০ বছর পিছনের ম্যাপে নিয়ে যাবে গুগল আর্থ। ভাবতে কিছুটা অবাক লাগলেও ফিচারটি পরীক্ষামুলকভাবে আমেরিকাতে বর্তমানে চালু করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণভাবে ফিচারটি চালু হয়ে যাবে।
আরো পড়ুন- Google এর দিকে আঙুল তুলছে DuckDuckGo ব্রাউজার
টাইম মেশিন ফিচারটি যদি সফল হয় তবে প্রযুক্তিগতভাবে আমরা অনেকটাই এগিয়ে যাব। একবার ভাবুন বর্তমানে কোন স্থানে বড় বহুতল বানাতে গেলে যদি সেই স্থানের অতীতের ভৌগলিক মানচিত্র আমাদের হাতে থাকে তবে যেকোনো কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে গুগল আর্থের টাইম মেশিন। ভবিষ্যৎ পরিকল্পনা করতে ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
প্লে-স্টোরে অ্যাপটি বর্তমানে ১০০ মিলিয়নের চেয়ে বেশি বার ডাউনলোড করা হয়েছে, ৭.৭ mb আয়তনের অ্যাপটিতে ৪.৪ স্টার রেটিং রয়েছে।
[…] […]