ইতিহাসে তৈরি হলো বিগ ব্যাশ লীগে সবচেয়ে বড় রানের ওভার

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড দ্বারা আয়োজিত বিগ ব্যাস লীগ যথেষ্ট জনপ্রিয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের পরে। বর্তমানে চলা এই টুর্নামেন্টে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কোর্চার্স বেঁচে সবচেয়ে বড় রানের ওভার তৈরি হলো বিগ ব্যাস লীগের ইতিহাসে। পার্থ স্কোর্চার্স এর ফাস্ট বোলার অ্যান্ড্রু ট্রাই ১৮ তম ওভারে বল করার সময় অ্যারন ফিঞ্চ ৩১ রান করেন। একটি নোবল সহ ওই ওভারে সাতটি বল করা হয়।

ওভারের প্রথম বলটি দুই টান সংগ্রহ করেন এরপরের বল ব্যাটে লেগে উইকেট কিপারের পেছনে চার রান হয়। তৃতীয় বল আবারো চার রান হয়, চতুর্থ বলে দু-রান হয়, পঞ্চম বলটি কোমরের উপরে ফুলটস করে অ্যান্ড্রু ট্রাই যা নো বল সহ ছয় রান হয়। ফ্রি হিট বলে আবারও ছয় হয় এবং শেষ বলে ৬ রান সংগ্রহ করেন অ্যারন ফিঞ্চ। মোট ৩১ রানের সম্পন্ন হয় ওই ওভার যা BBL ইতিহাসের সবচেয়ে বড় ওভার তৈরি হয়।

আরো পড়ুন- সেরা ১০ ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৩

বিগ ব্যাশ লীগে সবচেয়ে বড় রানের ওভার- VIDEO

Instagram- Cricket Australia

অ্যারন ফিঞ্চ এই ম্যাচে ৩৫ বলে ৭৬ রান করেন কিন্তু তবুও মেলবোর্ন রেনেগেডস ম্যাচটি জিততে পারেনি, ১০ রানে তারা ম্যাচটি হেরে যায়। পার্থের হয়ে ক্যামেরন ব্যানক্রফট ৯৫ রান করেন ৫০ বলে।

পার্থ স্কোর্চার্স- ২১২/৫
মেলবোর্ন রেনেগেডস- ২০২/৫

Leave a Reply