আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের বস্তুর খোঁজ পাওয়া গেল

সৌরজগতের সবচেয়ে দূরের বস্তুর
সৌরজগতের সবচেয়ে দূরের বস্তুর

মহাকাশ গবেষণা, অজানাকে জানা ও অচেনা কে চেনা বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফসল রূপে আজ আরো একটি তথ্য আজ আমাদের সামনে এসেছে। আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের বস্তুর সন্ধান পেয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা।

আমরা জানি আমাদের সৌরজগতের আটটি গ্রহ রয়েছে, নবম গ্রহের সন্ধানে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা এর সন্ধান পেয়েছেন। সৌরমণ্ডলের সবার শেষে যে গ্রহটি ছিল তার নাম প্লুটো, বর্তমানে তাকে বামন গ্রহ বলে বর্ণনা করা হয়েছে। সূর্য থেকে যে দূরত্বে প্লুটো রয়েছে তার চারগুন দূরত্বে রয়েছে এই প্ল্যানেটয়েডটি, যার নাম দেওয়া হয়েছে ‘ফারফারআউট‘।

আরো পড়ুন- মঙ্গলে মানুষ বসবাসের উপযুক্ত জায়গা খুঁজে পেল নাসা

প্ল্যানেটয়েড বলার কারণ কি?

এই ‘ফারফারআউট‘ কে গ্রহ বলা যায়না কারণ এটি আকারে যথেষ্ট ছোট অনুমান করা হচ্ছে এর ব্যাস ৪০০ কিলোমিটার এর মতো হবে। প্লুটোর মতো তাকে বামন গ্রহও বলতে চান না বিজ্ঞানীরা, কারণ তার ব্যাস ২৫০ মাইলের মধ্যে রয়েছে। সেই জন্য তাকে প্ল্যানেটয়েড বলা হয়েছে, যার বৈজ্ঞানিক নাম 2018AG23। ২০১৮ সালের জানুয়ারি মাসের প্রথম এই প্ল্যানেটয়েডটির সন্ধান পাওয়া যায়। সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে ফারফারআউট সময় নেয় ১ হাজার বছর।

Previous articleবিস্টন বনাম ফ্যালকো। কোনটি ফ্রি ফায়ারের সবচেয়ে ভালো pet
Next articleপৃথিবীর ওজন স্তরে ফাটলের আশঙ্কা, চীনকেই দায়ী করছেন গবেষকরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply