সবচেয়ে কম দামি ভারতীয় স্কুটার। লাগবেনা ব্যাটারি, দিতে হবে না চার্জ

সবচেয়ে কম দামি ভারতীয় স্কুটার: এবার এক অভিনব পরিকল্পনা ও প্রযুক্তি নিয়ে এলো ভারতের এক ইলেকট্রিক স্কুটার কোম্পানি। এই স্কুটারে দিতে দিতে হবেনা কোন চার্জ, লাগবে না কোন নিজস্ব ব্যাটারি। কিন্তু কিভাবে সম্ভব এটি, নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

স্কুটার কোম্পানির নাম হলো “বাউন্স ইনফিনিটি” (Bounce Infinity)। কোম্পানি টি প্রথমবার তাদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটার গুলোর তুলনায় এর দাম অনেক কম, এর প্রধান কারণ হলো স্কুটারটির ব্যাটারি। স্বাভাবিক ইলেকট্রিক স্কুটার গুলিতে ব্যাটারি ইন্সটল করা থাকে। কিন্তু এই ইলেকট্রিক স্কুটার টি আপনি দু রকম ভাবে কিনতে পারবেন। একটি হল ব্যাটারি সহযোগে ও অপরটি ব্যাটারি ছাড়া।

কিন্তু আপনারা হয়তো ভাবতেই পারেন ব্যাটারি ছাড়া স্কুটার কিভাবে চালানো যাবে। প্রসঙ্গত কোম্পানি একটি দারুন পরিকল্পনা নিয়ে এসেছে সেটি হল ‘battery as a service‘ (ব্যাটারি এস এ সার্ভিস)। অর্থাৎ আপনি ব্যাটারি অদল বদল করতে পারবেন। কোম্পানি কতৃপক্ষ বলেছেন তারা ভারতের প্রত্যেক শহরে তাদের ‘বাউন্স সোয়াপিং নেটওয়ার্ক‘ তৈরি করবেন। যেখান থেকে গ্রাহকরা গিয়ে ব্যাটারি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ একটি বিনা চার্জ ব্যাটারি ফেরত দিয়ে নতুন একটি চার্জ যুক্ত ব্যাটারি ইনস্টল করা যাবে স্কুটারটির মধ্যে।

বাউন্সের সোয়াপিং নেটওয়ার্ক হল একটি পেট্রোল পাম্প এর মত, এখান থেকে আপনি একটি চার্জ যুক্ত ব্যাটারি টাকা দিয়ে স্কুটারে লাগাতে পারবেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সাফল্য পেলে তারা সারা ভারতজুড়ে এই ব্যাটারি সোয়াপিং স্টেশন তৈরি করবে। এখন জেনে নেওয়া যাক স্কুটারটির মূল্য।

ব্যাটারি পরিবর্তন করার প্রক্রিয়া

আরো পড়ুন- Samsung galaxy S21 FE : প্রকাশ পেল সম্ভাব্য দাম, ডিজাইন ও স্পেসিফিকেশন

ব্যাটারি ছাড়া যদি আপনি স্কুটার কি কেনেন তবে এর মূল্য হবে- ৩৬,০০০ টাকা (Ex showroom price)

ব্যাটারি যুক্ত স্কুটার যদি আপনি জানেন তবে এর মূল্য হবে- ৬৮,৯৯৯ টাকা। (Ex showroom price)

Twitter Credit- Bounce Infinity

ব্যাটারি সোয়াপিং স্টেশনে ব্যাটারি অদল বদল করার জন্য আপনাকে দিতে হবে মাত্র ৩৫ টাকা। স্কুটার টি এমনভাবেই তৈরি যাতে ব্যাটারি খুব সহজেই পাল্টানো যায়। কোম্পানির তরফ থেকে আরও জানানো হয়েছে যে, ব্যাটারি যুক্ত স্কুটার আপনি একবার চার্জ দিলে সেটি চলবে প্রায় ৮৫ কিলোমিটার। চার্জ দিতে সময় লাগবে ৪-৫ ঘন্টা। স্কুটার টির সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

“সবচেয়ে কম দামি ভারতীয় স্কুটার। লাগবেনা ব্যাটারি, দিতে হবে না চার্জ”-এ 1-টি মন্তব্য

Leave a Reply