বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। চালু হলো পর্যটকদের জন্য

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু,The longest suspension bridge in the world: সারা বিশ্বের পর্যটকদের জন্য উন্মুক্ত হলো বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু যার নিচে নেই কোন পিলার বা স্তম্ভ। এই সেতুটি নির্মাণ হয়েছে চেক রিপাবলিক প্রজাতন্ত্র দেশে। মাত্র দু বছর সময়ের মধ্যে এই সেতুটির নির্মাণ করা হয়েছে। বিশ্বের ভ্রমণ প্রিয় মানুষদের জন্য আরো একটি পর্যটন কেন্দ্রে পরিণত হলো বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু যার নাম দেয়া হয়েছে “স্কাই ব্রিজ 721″।

চেক প্রজাতন্ত্রের জেসেনকি পর্বতমালার মাঝে নির্মিত হয়েছে এই সেতু। মেঘে ঢাকা পর্বতমালার মাঝে এই সেতু যা আপনাকে এক রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা দেবে। সেতুটির কাছে যেতে গেলে আপনাকে একটি কেবিল কার এর সাহায্য নিতে হবে, যা আপনাকে সেতুটির কাছে নিয়ে যাবে। এরপর আপনাকে সেতুটি পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। সব ধরনের বয়সের মানুষদের জন্য সেতুটি খোলা হলেও প্রতিবন্ধীদের জন্য বিধি-নিষেধ রয়েছে।

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু স্কাই ব্রিজ 721 এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • দুই পর্বতমালার মাঝে সেতুটি লম্বায় ৭২১ মিটার দীর্ঘ, সেই কারণে সেতুটির নামকরণ করা হয়েছে স্কাই ব্রিজ 721।
  • স্কাই ব্রিজ 721 সেতুটির উচ্চতা ১১২৫ মিটার।
  • স্কাই ব্রিজ 721 সেতুটি চওড়ায় ১.২ মিটার।
  • এই সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে আনুমানিক ৮.৪ মিলিয়ন ডলার।
  • এই পথচারী সেতুটি বর্তমান গিনিস বুকে রেকর্ডধারী নেপালের বাগলুং সেতুর তুলনায় ১৫৪ মিটার লম্বা।

আরো পড়ুন- মাছের মত লেজ, হনুমানের মত মাথা অবিশ্বাস্য এক মমির হদিস মিলল

চেক রিপাবলিক মধ্য ইউরোপের একটি দেশ যার প্রাক্তন নাম বোহেমিয়া। দেশটি পশ্চিমে জার্মানি, দক্ষিণে অস্ট্রিয়া, উত্তর-পূর্বে পোল্যান্ড ও দক্ষিণ-পূর্বে স্লোভাকিয়া অবস্থিত। চেক রিপাবলিকের রাজধানী প্রাগ যা এই ঝুলন্ত সেতুর মাধ্যমে ২.৫ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে।

“বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। চালু হলো পর্যটকদের জন্য”-এ 4-টি মন্তব্য

মন্তব্য করুন