বদলাতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম

আগামী ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম বদলানোর চিন্তাভাবনা করছে দেশের কেন্দ্রীয় ও রাজ্য দুই সরকার। কেন্দ্রের গঠিত কমিটি থেকে এমনটাই সুপারিশ করা হয়েছে। আর এই পরিবর্তনের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। এই নাম বদলের ঘোষণা করবেন দেশের প্রধানমন্ত্রী আগামী ২৩ শে জানুয়ারি, এমনটাই জানা গিয়েছে।

বদলাতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম

এই বছরের শুরুতেই নতুন চমক। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী এই বছরই। আর সেই উপলক্ষে আগামী ২৩ শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি আসতে চলেছেন কলকাতায়। ২৩ শে জানুয়ারি মোট দুটি অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। যার মধ্যে একটি হলো কলকাতার জাতীয় গ্রন্থাগার এবং অপরটি ভিক্টোরিয়া মেমোরিয়াল।

আরও পড়ুন -অলিম্পিকের নয়া চমক, যুক্ত হলো ব্রেকডান্স

আগামী ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে ঐদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে উপস্থিত থাকছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জাগদীপ ধনখার এবং আরো অনেকে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই শুভ দিনটিতে দেশের প্রধানমন্ত্রী ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল’ এর নাম বদলিয়ে রাখতে চলেছেন ‘নেতাজী মেমোরিয়াল‘। এই নাম বদল এর প্রস্তাব নেতাজীর জন্ম বার্ষিকী উপলক্ষে গঠন করা কমিটির তরফ থেকেই এসেছে বলে জানা গিয়েছে।

তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম বদল এর প্রস্তাব যে এই প্রথমবার তা কিন্তু নয়। এর পূর্বে যখন কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ নামে নামকরণ করা হয় তখনই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম বদলে রানী লক্ষ্মীবাঈ করার প্রস্তাব ওঠে। কিন্তু সেই প্রস্তাব সাফল্যমন্ডিত হয়নি এবং প্রচুর বিতরকের মুখোমুখি হতে হয়েছিল। তবে নেতাজীর প্রতি বাঙালির তথা সমস্ত ভারতবাসীর ভালোবাসার কথা মাথায় রেখেই এই নামবদলের প্রস্তাব আনা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম পরিবর্তন করে নেতাজী মেমোরিয়াল করার সাথেই আরো জানানো হয় ২৩ শে জানুয়ারি দিনটি এইবার থেকেই ‘পরাক্রম দিবস’ হিসেবে পালিত হবে।

Leave a Reply