SPACEX এর পুরনো ক্যাপসুলে করেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হলো নতুন ক্রু মেম্বারদের

শনিবার অর্থাৎ ২৪ এপ্রিল ২০২১ সালে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) (National Aeronautics and Space Administration) (NASA)-এর চারজন নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালো স্পেসএক্স (SPACEX) এর পুনর্ব্যবহারযোগ্য পুরানো একটি ক্যাপসুল। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স এর জন্য এক বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয় উচ্চ-উড়ন্ত ট্যাক্সী যাত্রা ছিল এটি।

যে ক্যাপসুলটি সাহায্যে নভোচারীদেরকে আন্তরজাতিক স্পেস স্টেশনে পাঠানো হয় সেই ক্যাপসুল টির নাম ‘দা ড্রাগন ক্যাপসুল’ (THE DRAGON CAPSULE)। এই ক্যাপসুলটি মহাকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলা স্পেস স্টেশনে স্বয়ংক্রিয়ভাবে ডক করতে সক্ষম। যেটি ভারত মহাসাগরের থেকে ঠিক ২৬০ মাইল (৪২০ কিলোমিটার) উপরে রয়েছে। নাসার কেনেডি স্পেস সেন্টার (Kennedy space center) থেকে ক্যাপসুলটি লঞ্চ করার পরদিনই এটি স্পেস স্টেশনে পাড়ি দেবে।

আরো পড়ুন – নাসার হাবল টেলিস্কোপ কে টেক্কা দিতে আসছে চীনের জুনশিয়ান টেলিস্কোপ

স্পেসএক্সের এই ক্যাপসুল টিতে ইউনাইটেড স্টেট, ফ্রান্স এবং জাপান থেকে মোট চারজন নভোচারীকে পাঠানো হয়েছে স্পেস স্টেশনে। যেখানে তারা অন্য চারজন নভোচারীর জায়গা নেবেন এবং সেই চারজন তাদের নিজস্ব ড্রাগন ক্যাপসুলটি চেপে আগামী বুধবার পৃথিবীতে ফিরবেন বলে জানায় নাসা। নাসা আরো জানায়, নতুন চারজন নভোচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটানা ৬ মাস সময় কাটাবেন।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে এই প্রথমবার স্পেসএক্স এর দুটি ক্রু ড্রাগন ক্যাপসুল পাশাপাশি থাকতে চলেছে। এর আগে দুটি ক্রু ড্রাগনকে এখানে একসাথে কখনোই রাখা হয়নি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে একসাথে এরকম পাশাপাশি দুটি ক্রু ড্রাগন ক্যাপসুল কে দেখবার জন্য সকলেই বেশ উত্তেজিত।

নাসার স্পেস স্টেশনে পাঠানো এই ড্রাগন স্পেসশিপটি স্পেসএক্স এর তরফ থেকে পাঠানো তৃতীয় উড়ান। এর আগে ড্রাগণ ক্যাপসুলটি গত বছর মে মাসে ক্রু মেম্বারদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

নাসার আন্তরজাতিক স্পেস স্টেশনটি আগামী চার দিনের জন্য ১১ জন নভোচারীর ঘর হতে চলেছে। স্পেস স্টেশনে বর্তমানে ছয়জন আমেরিকান, দুইজন রাশিয়ান, দুইজন জাপানিজ এবং একজন ফ্রেঞ্চ নভোচারী রয়েছেন। তবে আগামী বুধবার এই ১১ জনের মধ্যে তিনজন আমেরিকান এবং একজন জাপানিজ পৃথিবীতে ফিরতে চলেছেন।

“SPACEX এর পুরনো ক্যাপসুলে করেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হলো নতুন ক্রু মেম্বারদের”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন