কাকে সর্বকালের সেরা বললেন বিরাট কোহলি টুইটার বার্তায় স্পষ্ট করলেন

কাকে সর্বকালের সেরা বললেন বিরাট কোহলি

সম্প্রতি ভারতের চেস মাস্টার ক্রিকেটার বিরাট কোহলির টুইটার বার্তায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। 48 তম জন্মদিনে ভারতের বর্তমান, প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে আন্তর্জাতিক মহল সমস্ত বিভাগ থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন শচীন রমেশ টেন্ডুলকার।

সেইরকমই ভারতের বর্তমান জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি টুইটারে শচীন টেন্ডুলকারকে অভিনন্দন জানিয়ে লেখেন যে “ক্রিকেটের সর্বকালের অন্যতম একজন সেরা। যিনি অনেকে অনুপ্রাণিত করেছেন। শুভ জন্মদিন শচীন পাজি”। 24 এপ্রিল ছিল মাস্টার ব্লাস্টার এর জন্মদিন।

Twitter source- @imVkohli

বিরাট কোহলি তাঁর টুইটারের মাধ্যমে পোস্ট করেছেন যে শচীন টেন্ডুলকার ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান নন। মাস্টার ব্লাস্টারকে সর্বকালের অন্যতম সেরা বলেছেন কিং কোহলি।

আরো পড়ুন- IPL থেকে বাদ পড়লেন ভারতের এই জাতীয় দলের খেলোয়ার

কিছুদিন পূর্বে 7 মার্চ ছিল স্যার ভিভ রিচার্ডসের জন্মদিন। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার কে শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইটাইরে কোহলি লিখেছিলেন যে, “সর্বকালের সেরা কে জন্মদিনের শুভেচ্ছা। নির্ভীক রাজা স্যার ভিভ রিচার্ডস”।

Twitter source- @imVkohli

দুটি টুইট দেখলে আপনি বুঝতে পারবেন বিরাট কোহলি সর্বকালের সেরা ব্যাটসম্যান রূপে ভিভ রিচার্ডস কেই বেছে নিয়েছে। বর্তমানে কোহলি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত। এখনো পর্যন্ত স্বপ্নের মতো শুরু করেছে RCB, 4 ম্যাচের মধ্যে একটি ম্যাচেও পরাজিত হয়নি তারা।

Previous articleIPL থেকে বাদ পড়লেন ভারতের এই জাতীয় দলের খেলোয়ার
Next articleSPACEX এর পুরনো ক্যাপসুলে করেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হলো নতুন ক্রু মেম্বারদের
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply