সম্প্রতি ভারতের চেস মাস্টার ক্রিকেটার বিরাট কোহলির টুইটার বার্তায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। 48 তম জন্মদিনে ভারতের বর্তমান, প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে আন্তর্জাতিক মহল সমস্ত বিভাগ থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন শচীন রমেশ টেন্ডুলকার।
সেইরকমই ভারতের বর্তমান জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি টুইটারে শচীন টেন্ডুলকারকে অভিনন্দন জানিয়ে লেখেন যে “ক্রিকেটের সর্বকালের অন্যতম একজন সেরা। যিনি অনেকে অনুপ্রাণিত করেছেন। শুভ জন্মদিন শচীন পাজি”। 24 এপ্রিল ছিল মাস্টার ব্লাস্টার এর জন্মদিন।
One of the greatest to have ever played the game and an inspiration to many. Happy Birthday @sachin_rt paaji.
— Virat Kohli (@imVkohli) April 24, 2021
Twitter source- @imVkohli
বিরাট কোহলি তাঁর টুইটারের মাধ্যমে পোস্ট করেছেন যে শচীন টেন্ডুলকার ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান নন। মাস্টার ব্লাস্টারকে সর্বকালের অন্যতম সেরা বলেছেন কিং কোহলি।
আরো পড়ুন- IPL থেকে বাদ পড়লেন ভারতের এই জাতীয় দলের খেলোয়ার
কিছুদিন পূর্বে 7 মার্চ ছিল স্যার ভিভ রিচার্ডসের জন্মদিন। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার কে শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইটাইরে কোহলি লিখেছিলেন যে, “সর্বকালের সেরা কে জন্মদিনের শুভেচ্ছা। নির্ভীক রাজা স্যার ভিভ রিচার্ডস”।
Happy birthday to the greatest ever. The fearless king. Sir viv 🙌👑@ivivianrichards
— Virat Kohli (@imVkohli) March 7, 2021
Twitter source- @imVkohli
দুটি টুইট দেখলে আপনি বুঝতে পারবেন বিরাট কোহলি সর্বকালের সেরা ব্যাটসম্যান রূপে ভিভ রিচার্ডস কেই বেছে নিয়েছে। বর্তমানে কোহলি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত। এখনো পর্যন্ত স্বপ্নের মতো শুরু করেছে RCB, 4 ম্যাচের মধ্যে একটি ম্যাচেও পরাজিত হয়নি তারা।
[…] আরো পড়ুন- কাকে সর্বকালের সেরা বললেন ব… […]