ভারতীয় গবেষণা দলের নতুন আবিষ্কার, স্মার্টফোনের ভাঙ্গা স্ক্রীন ঠিক হবে নিজে থেকেই

বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষই স্মার্টফোন ব্যবহার করেন। আর এই স্মার্টফোনের প্রয়োজনীয়তা ঠিক কতটা তা বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু হঠাৎই যদি এই স্মার্টফোনে আপনার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় অথবা ফোনের স্ক্রিন ফেটে যায়? তখন সমস্যায় পড়তে হয় সকলকেই। আর এরকম স্ক্রিন ফেটে যাওয়ার অভিজ্ঞতা এক কথায় বলতে গেলে প্রায় সকলের জীবনে কখনো না কখনো ঘটেছে। এইরকম দুর্ঘটনার হাত থেকে বাঁচাবার জন্য আমরা প্রায় সকলেই দামি ফোনের কভার এবং স্ক্রিন গার্ড ব্যবহার করে থাকি। তবে সে ক্ষেত্রে অনেক সময় রক্ষা পায় না আমাদের স্মার্টফোন। বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে স্মার্টফোনের স্ক্রীন রিপ্লেসমেন্ট করা বেশ খরচসাপেক্ষ।

তবে এই সমস্যার সমাধান নিয়ে এসেছেন একদল বিজ্ঞানী। একেবারেই অবাস্তব মনে হলেও তা করে দেখিয়েছেন ভারতীয় বিজ্ঞানীদের দল। হাত থেকে ফোন পড়ে যাওয়ার পর স্ক্রিন ফেটে যাওয়ার ভয় হয়তো দূর হতে চলেছে সকলের। কারণ ভারতের দুইটি টেকনোলজি ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা একত্রে এমন এক আবিষ্কার করেছেন যা চমকে দিয়েছে সকলকে। ভারতের খড়গপুর আইআইটি এবং কলকাতার আইআইএসইআর এর গবেষকরা নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন। তাদের আবিষ্কারের কথা প্রকাশ পেয়েছে সায়েন্স জার্নালে। গবেষকরা তাদের এই নতুন আবিষ্কারকে নাম দিয়েছেন ‘সেল্ফ হিলিং ক্রিস্টালাইন মেটারিয়াল‘ যার সাহায্যে ভেঙে যাওয়ার ডিসপ্লে বা চিড় ধরে যাওয়া ডিসপ্লে পূর্বের অবস্থায় পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যাবে।

বিজ্ঞানীদের দল একটি বিবৃতিতে জানিয়েছে মানব শরীরে থাকা জীবন্ত টিস্যুগুলোতে চির ধরলে বা চোট লাগলে সেগুলি যেরকম পুনরায় তাঁর নিজের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সেল্ফ হিলিং পলিমার ব্যবহার করা হয় সেল্ফ হিলিং ক্রিস্টালাইন মেটেরিয়ালও ঠিক সেইভাবেই কাজ করে। এর ধারনাও সেখান থেকেই পেয়েছেন তারা। তারা আরও জানান এই গবেষণার প্রধান ছিলেন প্রফেসর সি মালা রেড্ডি

তারা এই গবেষণায় একটি সলিড মেটেরিয়াল তৈরি করেছিলেন যার মধ্যে ছিল পেলার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যার সাহায্যে কোন মেটেরিয়ালে ভাঙ্গন তৈরি হলে ভাঙ্গা অংশে বিপরীত বৈদ্যুতিক সম্ভাবনা তৈরি হবে এবং এই ম্যাটারিয়ালটি আসলে Piezoelectric। যার সাহায্যে মেকানিক্যাল এনার্জি কে ইলেকট্রিক্যাল এনার্জি তে পরিণত করা যায়।

আরো পড়ুন-আগামী সেপ্টেম্বর মাসেই লঞ্চ হতে পারে iPhone 13, থাকছে নয়া LiDAR ফিচার

বিজ্ঞানীরা তাদের নতুন আবিষ্কার কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য বলেন ডিসপ্লের কাচ তৈরি হয় খুবই ক্ষুদ্র ক্রিস্টাল দিয়ে যা ২ মিলিমিটার লম্বা এবং ০.২ মিলিমিটার চওড়া। এই কাচ যখন ভেঙে যায় তখন শক্তিশালী আকর্ষণ শক্তির মাধ্যমে সেই ভেঙে যাওয়া টুকরোগুলো পুনরায় যুক্ত হয়ে যায় নিজে থেকেই। তাদের নতুন আবিষ্কার ভবিষ্যতে স্মার্টফোনের দুনিয়াকে বদলে দিতে চলেছে, এমনটাই আশা করা যায়।

Leave a Reply