ম্যাচ গড়াপেটায় এবার ৬ বছরের জন্য নির্বাসিত এই শ্রীলঙ্কান ক্রিকেটার

ক্রিকেটের খবর: শ্রীলঙ্কায় ঘটে গেল লঙ্কা কান্ড, ম্যাচ গড়াপেটার জন্য এবার ৬ বছরের জন্য নির্বাসিত হল শ্রীলংকার ধীর গতির ফাস্ট বোলার নুয়ান জয়সা। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল শ্রীলঙ্কায় এবার সেটাই সত্যি হলো।

ক্রিকেট ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি নুয়ান জয়সার বিরুদ্ধে তদন্ত শুরু করে ২০২৮ সালের অক্টোবর মাসে। তখন থেকেই সব রকম ক্রিকেট থেকে নুয়ান জয়সাকে সরিয়ে রাখা হয়। সেই কারণে ২০২৪ সাল পর্যন্ত তার ৬ বছরের নির্বাসনের মেয়াদ রাখা হয়েছে।

আইসিসির কিকি অভিযোগ রয়েছে?
  1. অন্যায় ভাবে আন্তর্জাতিক ম্যাচের ফলাফল কে পরিবর্তনের চেষ্টা।
  2. সতীর্থ খেলোয়াড়দের দুর্নীতিতে উৎসাহিত করা।
  3. দলের গোপন তথ্য ফাঁস করা।

এই তিনটি অভিযোগের ভিত্তিতে আইসিসির দুর্নীতি দমন শাখা তাকে দোষী পেয়েছে। তার বিরুদ্ধে ওঠা সবকটি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। নির্বাসনকালে তাকে সব রকম ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।

আরো পড়ুন- প্যাট কামিন্সের পর এবার আর এক অস্ট্রেলিয়ান দিলেন 1 Bitcoin অক্সিজেন কেনার জন্য

২০০৭ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নুয়ান জয়সা ভারতের বিপক্ষে। এরপর 2015 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ গ্রুপে তাকে নিয়োগ করা হয় এই সময়ে তার বিরুদ্ধে অসাধু কাজের অভিযোগ ওঠে।

নুয়ান জয়সার পরিসংখ্যান:-

টেস্ট ম্যাচ- ৩০টি, উইকেট- ৬৪
ওয়ানডে ম্যাচ- ৯৫টি, উইকেট- ১০৮

মন্তব্য করুন