সমস্যায় আবার রাজস্থান রয়েলস আইপিএল থেকে ছিটকে গেল এই তারকা ফাস্ট বোলার

সমস্যায় আবার রাজস্থান রয়েলস আইপিএল থেকে ছিটকে গেল এই তারকা ফাস্ট বোলার

আইপিএল 2021 খবর: চোটের সমস্যা যেনো পিছু ছাড়ছে না রাজস্থান রয়েলসের। আইপিএলের প্রথম ম্যাচে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে হারিয়েছে RR। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ সদস্য বেন স্টোকসের আঙ্গুল ভেঙে যায়, ফলে সমগ্র আইপিএল থেকে ছিটকে যায় সে।

এবার ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফার আর্চার এবারের আইপিএলে খেলতে পারবে না বলে জানিয়ে দিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সম্প্রতি শেষ হওয়া ভারত ইংল্যান্ড সিরিজে চোটের কবলে পড়ে জোফার আর্চার। পরে তিনি ইংল্যান্ডে ফিরে গেলে নিজের বাড়িতে মাছের পুকুর পরিষ্কার করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে আবারো আঘাতপ্রাপ্ত হন।

ECB এর তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে যে, ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফার আচার এখন সুস্থ হয়ে উঠেছে। কিন্তু ম্যাচ খেলার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আগামী সপ্তাহ থেকে আর্চারের অনুশীলন শুরু হবে।

আরো পড়ুন- ভারতের অক্সিজেন সংকটের জন্য 50,000 মার্কিন ডলার অনুদান দিলেন এই KKR ক্রিকেটার

এ বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আর সেই কারণেই ECB চাইছে না জোফার আর্চার আইপিএল খেলুক। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ সুস্থ চাইছেন তাকে।

জোফার আর্চারের আইপিএল না খেলা রাজস্থান রয়েলসের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক। কারণ বেনস্টকসের যাওয়ার পর, ইংল্যান্ডের আরো এক ব্যাটসম্যান লিভিংস্টোন বায়ো-বাবল মানতে পারছেন না বলে ইংল্যান্ড ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Previous articleভারতের অক্সিজেন সংকটের জন্য 50,000 মার্কিন ডলার অনুদান দিলেন এই KKR ক্রিকেটার
Next articleWhatsapp-এর নতুন ফিচার, এবার ২৪ ঘন্টার মধ্যেই মুছে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply