ভারতকে ঐক্যবদ্ধ থাকবার বার্তা দিল UAE। দেখুন সেই ভিডিও

ভারতকে ঐক্যবদ্ধ থাকবার বার্তা দিল UAE

বর্তমানে ভারতে করোনা আতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। UAE থেকেও প্রচুর পরিমাণে অক্সিজেন ভারতের সাপ্লাই করা হচ্ছে। ভারত এই সময় অক্সিজেন সংকটে ভুগছে, বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল থেকে ভারতকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিল ইউনাইটেড আরব আমিরশাহী।

টুইটারে তারা লিখেছে, “করোনা আতিমারির বিরুদ্ধে সারা ভারত লড়াই করছে, তারা বন্ধু UAE শুভকামনা করছে তাদের জন্য”। টুইটারে একটি ছোট ভিডিও প্রকাশ করে তারা যেখানে দেখা যাচ্ছে বুর্জ খালিফা প্রথমে ভারতের পতাকার রঙে রাঙিয়ে যেতে এবং এরপর #staystrongindia এর বার্তা দেয়।

Twitter source- @IndembAbuDhabi

আরো পড়ুন- ১০ লক্ষ বছরের পুরানো ম্যামথের DNA-এর হদিশ, উন্মোচন ঘটবে প্রাচীন রহস্যের

এছাড়া #staystrongindia এর ছবি পাকিস্তান ক্রিকেটার বাবর আজম তার টুইটারে প্রকাশ করে এবং তিনি লেখেন, “এই বিপর্যয়ের সময় ভারতের জনগণের জন্য প্রার্থনা করি। সবাইকে একসাথে প্রার্থনা করার সময় এসেছে। সেখানকার সমস্ত লোকদের অনুরোধ করছি কঠোর ভাবে নিয়মবিধি পালন করার জন্য, কারণ এটি আমাদের সুরক্ষা দেবে। একসাথে আমরা এটি করতে পারি”।

ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক চাপানউতোর সব সময় চলে। সম্প্রতিককালে বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির বারবার তুলনা করা হয়েছে কিন্তু সর্বদাই বাবর আজম কোহলির সাথে তার তুলনা পছন্দ করেন না।

Previous articleমঙ্গল গ্রহের আকাশে নতুন রেকর্ড গড়লো নাসার ইনজেনুইটি হেলিকপ্টার
Next articleবৃষ্টিকনাই জানান দেবে এলিয়েনদের অস্তিত্ব, প্রকাশ পেলেও নয়া তত্ত্ব
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply