‘ভিউ ওয়ান্স’ ফিচার চালু হল হোয়াটসঅ্যাপে, জানুন বিশদে

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে আবারও নতুন একটি ফিচার-এর রোল আউট শুরু করা হয়েছে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস গুলির জন্যে। বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুক অধিকৃত এই মেসেজিং অ্যাপ্লিকেশনে অনেকদিন ধরেই নতুন এই ফিচারটি যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছিল। নতুন এই ফিচারটির নাম ‘ভিউ ওয়ান্স’। অবশেষে ফিচারটির রোল আউট হওয়া শুরু করেছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার এর সাহায্যে হোয়াটসঅ্যাপে-এ পাঠানো ছবি বা ভিডিও একবার খোলার পর কিংবা দেখার পর স্বয়ংক্রিয়ভাবেই ডিজেপিয়ার বা মুছে যাবে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি সাহায্যে একজন ইউজার অপর ইউজারকে পাঠানো কোন মিডিয়া ফাইল যেমন ছবি বা ভিডিও একবার দেখার পরেই তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে, যেমনটা স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামে হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই ভিউ ওয়ান্স মিডিয়া ফাইলগুলি end-to-end এনক্রিপশন পদ্ধতিতে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হবে। কর্তৃপক্ষ এর তরফ থেকে আরও জানানো হয়েছে এই ধরনের ছবি বা ভিডিও গুলি ওয়ান টাইম বা ওয়ান্স ভিউড হিসেবে মার্ক করা থাকে, যার কারণে ছবি বা ভিডিওগুলি একবার মুছে গেলে তার উপর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না।

কর্তৃপক্ষের তরফ থেকে নতুন ফিচারটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায় এই ধরনের মিডিয়া ফাইল অর্থাৎ ছবি এবং ভিডিওগুলি যে রিসিভার রিসিভ করছেন তাদের ফোনেও এই ধরনের ফাইলগুলি ডাউনলোড হয় না। তাছাড়া ইউজাররা এই জাতীয় ফাইলগুলি স্টারমার্ক, ফরওয়ার্ড, শেয়ার এবং ফাইল সেভ করতেও পারবেন না। অর্থাৎ ভিউ ওয়ান্স ফিচার ব্যাবহার করে পাঠানো ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপে রিসিভ করার পর তা একবারই দেখার সুযোগ পাবেন ইউজাররা। কেবল একবার দেখা ব্যতীত অন্য কোন কিছুই করা সম্ভব হবে না ছবি এবং ভিডিও ফাইল গুলোর সাথে।

আরো পড়ুন-হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার: Whatsapp Multi Device, শুরু হতে চলেছে বিটা টেস্টিং

ভিউ ওয়ান্স ফিচারের এর সাহায্যে পাঠানো মিডিয়া ফাইল গুলির বৈধতা হবে ১৪ দিন। যদি রিসিভার ১৪ দিনের মধ্যে মিডিয়া ফাইল টি না দেখেন তাহলে সেটি এক্সপায়ার হয়ে যাবে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে এই ফিচারটি ব্যবহার করতে গেলে প্রতিবারই ম্যানুয়াল অপশন বেছে নিতে হবে। এছাড়াও আরও জানানো হয়েছে, ওপেন হওয়া মিডিয়া ফাইল গুলি ব্যাকআপ থেকে ইন্সটল করা সম্ভব, তবে যদি ফাইলটি একবারের জন্যেও ওপেন করা হয়ে যায় তবে সেটি রিস্টোর বা ব্যাকআপ ফোল্ডারে যুক্ত হবে না।

মন্তব্য করুন