পৃথিবীর পঞ্চম উষ্ণতম বছর ২০২২! তথ্য প্রকাশ করল নাসা

পৃথিবীর পঞ্চম উষ্ণতম বছর ২০২২! তথ্য প্রকাশ করল নাসা

পৃথিবীর পঞ্চম উষ্ণতম বছরের হিসেবে স্বীকৃতি পেল ২০২২ সাল। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন গত ২০২২ সালটা এতটাই গরম ছিল যে ২০১৫ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে এবং পৃথিবীর পঞ্চম উষ্ণতম বছর হিসেবে স্বীকৃতি ও পেয়েছে এই বছরটি।

নাসা সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছে, তাদের পরিসংখ্যান বলছে গত ২০২২ সাল ছিল পৃথিবীর উষ্ণতম বছরগুলির মধ্যে একটি। এই বছরের উষ্ণতা ২০১৫ সালের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। সবথেকে উদ্বিগ্নের বিষয় হলো ১৯০১ সালের পর পৃথিবীর ইতিহাসে এই বছরটি ছিল পঞ্চম উষ্ণতম বছর।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ২০২২ সালের গ্লোবাল টেম্পারেচার ছিল ১.৬ ডিগ্রি ফারেনহাইট বা ০.৮৯ ডিগ্রি সেলসিয়াস যা ১৯৫১ থেকে ১৯৮০ সালের গড় তাপমাত্রা থেকেও অনেক বেশি। নাসার বিজ্ঞানী জানিয়েছেন এই ধরনের উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর জন্য খুবই বিপদজনক। ১৯০১ সালের শেষের দিকে যে গড় তাপমাত্রা বিজ্ঞানীরা রেকর্ড করেছিলেন তার থেকে ২০২২ সালের গড় তাপমাত্রা দুই ডিগ্রি ফারেনহাইট বেশি।

আরো পড়ুন -ভারতের প্রথম প্রাইভেট স্পেস কোম্পানি, লঞ্চ করবে ২০,০০০ স্যাটেলাইট

২০২০ সালে করোনা মহামারী চলাকালীন পৃথিবীর তাপমাত্রা কমলেও ২০২২ সালে তা পুনরায় আগের পর্যায়ে পৌঁছে যায়। মানব জাতির উৎপাদিত গ্রীন হাউস গ্যাসের নির্গমন পুনরায় বেড়ে যায় আগের মতই যে কারণে ২০২২ সালে কার্বন ডাই অক্সাইড নির্গমনের রেকর্ড সবচেয়ে বেশি ছিল। যদি এভাবে চলতে থাকে তবে পৃথিবীতে শক্তিশালী হারিকেন, খরা, ভূমিধস, হিমবাহের পতন ঘটতে আর বেশি দেরি নেই। এর ফলে প্রভাবিত হচ্ছে আন্টার্টিকা এবং সবথেকে বেশি প্রভাব পড়ছে এখানেই।

Previous articleMaruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার
Next articleAsus VivoBook 15: অ্যামাজনের দুর্দান্ত অফার, ল্যাপটপে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply