রোহিতকে অধিনায়ক করার প্রবল দাবি উঠল ক্রিকেটমহলে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১ এর খেতাব হাতছাড়া হতেই রোহিত শর্মাকে অধিনায়ক করার জন্য আবারো প্রবল দাবি উঠল ক্রিকেটমহলে। অধিনায়ক রূপে বিরাট কোহলির পরিসংখ্যান যদি আপনি দেখেন তবে সেটি খুব একটা খারাপ নয়। কিন্তু বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন ভারত যে কটি আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনাল বা সেমিফাইনালে উঠেছে সেখানেই ব্যর্থ হয়েছে।

WTC ফাইনাল ২০২১ নিউজিল্যান্ডের কাছে পরাজিত হবার পরই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মাকে অধিনায়ক করার দাবি উঠলো। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার CricBouncer কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন “আমি মনে করি টি-টোয়েন্টি অধিনায়কত্ব সম্ভবত রোহিত শর্মাকে দেওয়া উচিত, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে সত্যিই ভাল করেছেন। আপনি জানেন যে বিরাট কোহলি এখানে চাপের মধ্যে রয়েছেন। কারণ যদি তার দল ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে পারফর্ম না করে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ হেরে যায় তবে আপনি জানেন কী হবে।”

বিরাট কোহলির অধিনায়কত্বে শেষবার ২০১৮ সালে ইংল্যান্ডে ৪-১ পরাজিত হয়েছিল ভারত। প্রসঙ্গত ২০০৭ সালের পর থেকে ভারত ইংল্যান্ডের মাটিতে কোন টেস্ট সিরিজ জেতেনি। অন্যদিকে এবার ইংল্যান্ডের দলে বেন স্টোকস, জোফরা আর্চার, ক্রিশ ওয়ার্কস, মঈন আলির প্রত্যাবর্তন হচ্ছে। যা ভারতের পক্ষে যথেষ্ট মুশকিল করবে বলে মনে করছে ক্রিকেটমহল।

আরো পড়ুন- ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে পছন্দের খাবার কিভাবে তৈরি হয়। দেখুন শিখর ধাওয়ানের সাথে

WTC ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি ভারতের প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা এক বছর বা তার বেশি অপেক্ষা করব না এবং সামনে পরিকল্পনা করতে হবে। আপনি যদি এখন আমাদের সাদা বলের দলটি দেখতে পান তবে আমাদের টিমে গভীরতা রয়েছে এবং ছেলেরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। টেস্ট ক্রিকেট নিয়েও একই কাজ করা দরকার। আপনাকে দলটির জন্য কী গতিশীলতা কাজ করে এবং কীভাবে আমরা নির্ভীক হতে পারি তা আপনাকে পুনরায় মূল্যায়ন এবং পুনরায় পরিকল্পনা করতে হবে এবং বুঝতে হবে। সঠিক খেলোয়াড়দের নিয়ে আসতে হবে যাদের প্রদর্শনের জন্য সঠিক মানসিকতা রয়েছে।”

বিরাট কোহলি কার উদ্দেশ্যে এই কথাটি বলেছে সেটা খুবই স্পষ্ট, চেতেশ্বর পুজারা WTC ফাইনালের প্রথম ইনিংসে ৫৪ বলে ৮ রান ও দ্বিতীয় ইনিংসে ৮০ বলে ১৫ রান করেছিলেন। যে পারফরমেন্সে সন্তুষ্ট নয় ভারতীয় দল, সম্ভবত আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজে পূজারার পরিবর্ত খেলানো হতে পারে। লোকেশ রাহুল, মায়ানক আগারওয়াল ও হনুমা বিহারী কে পূজার পরিবর্তে দলে নিয়ে আসা হতে পারে।

“রোহিতকে অধিনায়ক করার প্রবল দাবি উঠল ক্রিকেটমহলে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন